scorecardresearch
 

Old Flames Market: ব্যর্থ প্রেমের বাতিল উপহার কেনা-বেচা হয় এই বাজারে

Old Flames Market: ব্যর্থ প্রেমের বাতিল উপহার কেনা-বেচা হয় এই বাজারে

ব্যর্থ প্রেমের বাতিল উপহার আবার কেনা-বেচা হয় নাকি! আসলে বর্তমান সোশ্যাল মিডিয়া নির্ভর ভার্চুয়াল সম্পর্কের জামানায় প্রেম, ভালবাসার মেয়াদ বড় ঝটপট ফুরিয়ে যায়। দু’মাস, তিন মাস বা বড়জোড় বছর ঘুরতে না ঘুরেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু সম্পর্কের মেয়াদ যতই কম হোক না কেন, তার মধ্যেই নানা উপহার দেওয়া নেওয়া তো চলতেই থাকে! কিন্তু প্রেম ফুরালেও থেকে যায় প্রাক্তনের দেওয়া উপহারগুলি। এই সমস্ত ব্যর্থ প্রেমের বাতিল উপহারগুলি কেনা-বেচা হয় এই বাজারে।