Advertisement

Chapta Rosogolla: নামে গোল্লা-আকারে চ্যাপ্টা, এই মিষ্টি খেয়েই নাকি কালীঘাটের মা শয়নে যান!

প্রবাদ আছে, কলকাতায় নাকি খুঁজলে 'বাঘের দুধ'ও মেলে! বড় বিচিত্র এই শহর। এই যেমন ধরুন, রসগোল্লা । নামেই গোল্লা। অর্থাত্‍ গোল। এহেন রসগোল্লা হয়ে গেল চ্যাপ্টা । মুখে দিলেই জিভের পেল্লায় আরাম। ভূমিকা ছেড়ে মোদ্দা কথায় আসি। তো এই চ্যাপ্টা রসগোল্লা কলকাতার কোথায় মেলে? এর ইতিহাসও বেশ প্রাচীন। তাহলে আসুন চ্যাপ্টা রসগোল্লার অভিযানটা সেরে ফেলা যাক।

Advertisement
POST A COMMENT