সুরজিৎ চট্টোপাধ্যায়ের চোখে সেরা কে ? রূপম ইসলাম না অনুপম রায়? উত্তর দিলেন ভূমি ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য সুরজিৎ। একইসঙ্গে জানালেন টাকার পিছনে তিনি কোনওদিন ছোটেননি। বরং কাজে মন দিয়েছেন। সেই কাজই তাঁকে যোগ্য বানিয়েছে ও রোজগারের পথ দেখিয়েছে।