scorecardresearch
 

Sahitya Aajtak 2022: 'এমন পাশবিক ঘটনা যেন আর না হয়', শ্রদ্ধা হত্যা প্রসঙ্গে সুরেন্দ্র মোহন পাঠক

Sahitya Aajtak 2022: 'এমন পাশবিক ঘটনা যেন আর না হয়', শ্রদ্ধা হত্যা প্রসঙ্গে সুরেন্দ্র মোহন পাঠক

সাহিত্য আজতক (Sahitya Aajtak 2022) মহাকুম্ভের দ্বিতীয় দিনেও উপস্থিত ছিলেন চলচ্চিত্র, সঙ্গীত, রাজনীতি, সংস্কৃতি ও নাট্যজগতের ব্যক্তিত্বরা। দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ২০ নভেম্বর পর্যন্ত এই সাহিত্য মেলাটি অনুষ্ঠিত হবে। হিন্দি ক্রাইম ঔপন্যাসিক সুরেন্দ্র মোহন পাঠক এদিনের অনুষ্ঠানে বক্তা হিসেবে অংশগ্ৰহণ করেন। তিনশো'রও বেশি অপরাধ সংক্রান্ত গল্প লিখেছেন তিনি। আলোচনার প্রসঙ্গে উঠে আসে শ্রদ্ধা হত্যা মামলা। সাংবাদিক শামস তাহির খানের প্রশ্নের উত্তর দেন তিনি।

Sahitya Aajtak 2022- Novelist Surendra Mohan Pathak