বাংলার তারকা স্বস্তিকা মুখোপাধ্যায় এখন হিন্দিতে অনেকগুলি ছবি করছেন। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সাইকোলজিক্যাল ড্রামা কালা। স্বস্তিকার সঙ্গে অভিনয় করেছেন তৃপ্তি দিমরি এবং বাবিল খান। সাহিত্য আজতকের মঞ্চে উপস্থিত ছিল Qala-র টিম। ছিলেন পরিচালক অনবিতা দত্ত।
Sahitya Ajatak 2022- Qala