Advertisement

Subho Noboborsho 2023: খাওয়া দাওয়া,নাচ-গান, বিশাখাপত্তনমে প্রবাসী বাঙালীর নববর্ষ পালন

বাংলার বাইরে গেলে বাঙালীরা বোধহয় বেশি মাত্রায় বাঙালী হয়ে যায়। তারা বাংলার খাবার, সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করে। তাই প্রবাসে বাংলার অনুষ্ঠান পালন করতে উদ্যোগী হন। বিশাখাপত্তনমের প্রবাসী বাঙালীরা বাংলা নববর্ষ পালনে উদ্যোগী হয়েছিলেন। শ্রীহরিপুরমের অন্নপূর্ণা নগরে প্রায় দেড়শোর বেশি বাঙালী মিলিত হয়েছিলেন এক ছাদের তলায়। একসঙ্গে খাওয়া-দাওয়া গল্প। দেখে মনে হবে এক টুকরো বাংলা যেন এখানে এসে গেছে। আর অবশ্যই ছিল বাংলা গান, নাচ। পুরুষদের পরনে ছিল ধুতি পাঞ্জাবী। আর গলায় ছিল বাংলা গান। সুর যদিও একটু এদিক ওদিক যাচ্ছিল। তাতে কী উৎসাহ কম ছিল না। আর মহিলাদের লোকগানে নাচ সবাই উপভোগ করেছে। দেখুন সেই ভিডিও।

Advertisement
POST A COMMENT