সুরজিৎ চট্টোপাধ্যায়। গানের জন্য যেমন পরিচিত। তেমনই তাঁর স্টাইল স্টেটমেন্টও বেশ নজরকাড়া। নেলপলিশ পরেন, ঝুঁটি বাঁধেন। সুরজিতের পাঞ্জাবির কালেকশনও বেশ ভালো। 'ব্যক্তিগত'-তে গায়ক জানান, তার পোশাক পরিচ্ছদ ঠিক করে দেন স্ত্রী। আর মেয়ে নেবপরিশ পরিয়ে দেন। এছাড়াও তিনি আরও কী কী বললেন, দেখুন।