Advertisement

Surojit Chatterjee Exclusive: 'বউ-মেয়ে তো আমাকে নেলপলিশ পরিয়ে দেয়', স্টাইল স্টেটমেন্ট নিয়ে বললেন সুরজিৎ

সুরজিৎ চট্টোপাধ্যায়। গানের জন্য যেমন পরিচিত। তেমনই তাঁর স্টাইল স্টেটমেন্টও বেশ নজরকাড়া। নেলপলিশ পরেন, ঝুঁটি বাঁধেন। সুরজিতের পাঞ্জাবির কালেকশনও বেশ ভালো। 'ব্যক্তিগত'-তে গায়ক জানান, তার পোশাক পরিচ্ছদ ঠিক করে দেন স্ত্রী। আর মেয়ে নেবপরিশ পরিয়ে দেন। এছাড়াও তিনি আরও কী কী বললেন, দেখুন।

Advertisement
POST A COMMENT