Advertisement

Worlds Most Haunted Doll Robert: অ্যানাবেলকেও হার মানাবে বিশ্বের ‘সবচেয়ে অভিশপ্ত’ পুতুল রবার্ট, এখন কোথায় আছে জানেন?

রবার্ট একটি পুতুল, রয়েছে ফ্লরিডার ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে। ১৯৯৪ সাল থেকে এই মিউজিয়ামে রয়েছে সে। তার আগে ফ্লরিডার কি ওয়েস্ট শহরের ওটো পরিবারে ছিল পুতুল রবার্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এই পুতুল। কাঠের চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে থাকা ছোট্ট ছেলে পুতুল রবার্ট। তবে রবার্টের চোখমুখে উদাসীনতার ছাপ। নাবিকের পোশাক পরা রবার্টের মাথায় টুপি, হাতে একটি ছোট্ট কুকুর। কিন্তু এই ছোট পুতুলটিকে ভীষণ ভয় পাচ্ছেন অনেকে। সবাই তাকে ‘সরি’ বলছে। কেন?

Advertisement
POST A COMMENT