এশিয়া কাপের আগে নতুন হেয়ারস্টাইল সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার। যে কোনও বড় টুর্নামেন্টের আগেই নতুন হেয়ার স্টাইল দেখা যায় ক্রিকেটারদের। সেটা নতুন কিছুই নয়।
অতীতে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনিদের হেয়ারকাট নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। তবে এবার ভারতের টি২০ দলের ক্যাপ্টেন সূর্যকুমার ও অভিজ্ঞ ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার হেয়ারকাট সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং।
সম্প্রতি সানি হেয়ারপোর্ট নামে একটি হেয়ার পার্লারে গিয়ে নতুন হেয়ারস্টাইল করেন সূর্যকুমার যাদব। সেই পার্লারের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি রিল শেয়ার করা হয়।
হেয়ার ড্রেসারের পরামর্শ মেনেই চুলের নতুন স্টাইল করেন ভারতের টি২০ দলের ক্যাপ্টেন। শুধু তাই নয়, তিনি সেই রিলে জানান, 'ছেলেদের চাহিদা খুব অল্প।' যা শুনে বেশ মজা পেয়েছেন ক্রিকেট ভক্তরা।
সানি ভর্মার এই হেয়ার স্টুডিওতে বলিউডের একাধিক তারকা যান তাঁদের হেয়ারস্টাইলে বদল করতে।
তবে সূর্যকুমার যাদব একা নন। হার্দিক পান্ডিয়াও নতুন লুক শেয়ার করেছেন। তিনি ইন্সটাগ্রামে তাঁর নতুন লুকের ছবি শেয়ার করেছেন। যেটা সকলকে অবাক করেছে।
তিনি চুলের রং পুরো বদলে ফেলেছেন। ব্লিচ করেছেন এবং চুলের রং রেখেছেন হাল্কা। হার্দিক অবশ্য তাঁর হেয়ারস্টাইলিশের নাম শেয়ার করেননি।
শুধু হেয়ার কাটিং নয়, এরপর চুলে গোলাপী রঙও করান স্কাই। তিনি বলেন, 'আমি এশিয়া কাপ খেলতে যাব, তাই যাওয়ার আগে চুলের স্টাইলে কিছুটা বদল আনছি।'
এর আগে কোনদিনই সেভাবে চুলে রঙ করা বা চুল অন্যভাবে কাটতে দেখা যায়নি সূর্যকুমারকে। তবে তাঁর এই স্টাইল মন কেড়েছে ফ্যানদের। সোশ্যাল মিডিয়ায় কথা হচ্ছে এই হেয়ার ড্রেসারকে নিয়েও।