
World Cup Champion India: আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল ইতিহাস গড়ল। দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল ভারত।

৫২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এটাই প্রথমবার ভারতীয় মহিলারা ট্রফি জিতলেন। এর আগে ২০০৫ ও ২০১৭ সালে ফাইনালে উঠেও খেতাব হাতছাড়া হয়েছিল।

ফাইনাল ম্যাচটি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। দক্ষিণ আফ্রিকা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়।

প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২৯৯ রানের টার্গেট দেয়। ওপেনার শেফালি ভার্মা ৮৭ রান ও দীপ্তি শর্মা ৫০ রান করে দলের ব্যাটিংয়ের ভিত্তি গড়ে দেন।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ক্যাপ্টেন লরা ওলভার্ট একাই লড়াই করেন। তিনি শতরান করলেও দল ২৪৬ রানে অল আউট হয়ে যায়।

ভারতের দীপ্তি শর্মা ব্যাট-বল দুই বিভাগেই নায়কোচিত পারফর্ম করেন। পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন।

ভারতীয় দল
শেফালি ভার্মা, স্মৃতি মন্ধানা, জেমিমা রদ্রিগেজ, হারমানপ্রীত কৌর (ক্যাপ্টেন), দীপ্তি শর্মা, ঋচা ঘোষ (উইকেটকিপার) প্রমুখ।

দক্ষিণ আফ্রিকা দল
লরা ওলভার্ট (ক্যাপ্টেন), তাজমিন ব্রিটস, আনেকে বোশ, সিনালো জাফটা (উইকেটকিপার) প্রমুখ।

এই জয়ে ভারতীয় মহিলা দল বিশ্ব ক্রিকেটে নতুন অধ্যায় রচনা করল। প্রথমবারের মতো তারা বিশ্বচ্যাম্পিয়ন হয়ে দেশকে গর্বিত করেছে।

ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে মুখোমুখি ইতিহাসে মোট ৩৪ ম্যাচের মধ্যে ভারত ২০ বার জয়ী হয়েছে, দক্ষিণ আফ্রিকা ১৩ বার। এই ফাইনালের জয় ভারতীয় আধিপত্য আরও একবার প্রমাণ করল।