Advertisement
খেলা

হুইলচেয়ারে বিশ্ব চ্যাম্পিয়ন প্রতীকা, নিজের হাতেই খাবার দিলেন PM Modi- VIRAL PHOTOS

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 1/9

নিজের বাসভবনে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানে ক্রিকেটারদের মিষ্টি খাওয়ান তিনি। 
 

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 2/9

ভারতীয় মহিলা ক্রিকেট দল বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে তাঁদের শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 
 

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 3/9

সেখানে হুইল চেয়ারে বসেছিলেন প্রতীকা রাওয়াল। তাঁর হাতে প্লেটও ছিল না। তা দেখে নিজে খাবার জায়গায় যান। সেখান থেকে খাবার তুলে পরিবেশন করেন ওই মহিলা ক্রিকেটারকে। 
 

Advertisement
হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 4/9

এরপর দলের সবার সঙ্গে ছবি তোলেন প্রধানমন্ত্রী। ব্যক্তিগতভাবে কথাও বলেন। মত বিনিময় করেন। তাঁর হাতে ট্রফি তুলে দেন ক্রিকেটাররা। প্রধানমন্ত্রীকে মাঝে রেখে ছবি তোলেন সবাই।
 

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 5/9

হরমনপ্রীতের নেতৃত্বে ভারতীয় দল প্রধানমন্ত্রী মোদীকে 'নমো' লেখা একটি জার্সি উপহার দেন। তা গ্রহণ করেন তিনি। 
 

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 6/9

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ক্যাপ্টেন হরমনপ্রীত বলেন, 'আমার মনে আছে, ২০১৭ সালে আমরা আপনার সঙ্গে  দেখা করেছিলাম। তখন ট্রফি আনতে পারিনি। এবার এমন কিছু আনতে পারা গর্বের বিষয়। 
 

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 7/9

 প্রধানমন্ত্রী মোদী টুর্নামেন্টের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মাকে তাঁর হনুমান ট্যাটু সম্পর্কে জিজ্ঞাসা করেন। যা সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। 
 

Advertisement
হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 8/9

বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে এলেন ভারতের বিশ্বকাপজয়ী দলের সদস্যেরা।
 

হরমনপ্রীতদের সঙ্গে দেখা করলেন নমো
  • 9/9

পরে সমাজমাধ্যমে দ্রৌপদী মুর্মু লেখেন, 'মহিলাদের বিশ্বকাপ জেতার জন্য ভারতীয় ক্রিকেট দলের প্রত্যেক সদস্যকে হৃদয় থেকে শুভেচ্ছা জানাই। প্রথম বার ট্রফি জিতে ওরা ইতিহাস সৃষ্টি করেছে।'
 

Advertisement