কোন প্লেয়ারদের দিকে থাকবে নজর?আজ শুরু ভারত ও অস্ট্রেলিয়ার টি২০ সিরিজ। ক্যানবেরায় অনুষ্ঠিত হতে চলেছে ম্যাচ। ভারতীয় সময় দুপুর ১টা ১৫ মিনিটে হবে টস। খেলা শুরু হবে ১টা ৪৫ মিনিটে। আর এই দিনের খেলা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আগ্রহ তুঙ্গে। কারণ, এই দুটি দলই যে ধারেভারে এক অপরকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে। তাই আজকের ম্যাচে এমন ১০ প্লেয়ারের নাম জেনে নিন, যাঁরা অনায়াসে ঘুরিয়ে দিতে পারে খেলার মোড়। হয়ে উঠতে পারেন গেম চেঞ্জার।
তবে তার আগে অস্ট্রেলিয়া ও ভারতের আজকের দল কেমন হতে পারে সেই দিকে নজর রাখা যাক।
অস্ট্রেলিয়ার টিম কেমন হতে পারে?
অস্ট্রেলিয়ার নির্বাচকরা বারবার নিজেদের দলে পরিবর্তন করছে। আসলে তাঁরা নিজেদেরকে Ashes-এর জন্য তৈরি রাখতে চাইছে। পাশাপাশি ভারতের সঙ্গে খেলায় যাতে তারা এগিয়ে থাকে, সেই দিকেও রাখতে চাইছে খেয়াল।
যদিও কিছু সমস্যা রয়েছে অজিদের মধ্যে। তাদের কিছু খেলোয়াড়ের রয়েছে চোট। যার ফলে এই দিনের খেলায় যশ ফিলিপের চান্স পাওয়ার সম্ভাবনা বাড়তে পারে স্পেশালিস্ট ব্যাটার হিসাবে। পাশাপাশি যশ ইনগলিশও ফিরতে পারে টিমে। যার ফলে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ হয়ে উঠতে পারে বিধ্বংসী। ওদিকে অজিদের বোলিং লাইনআপও কিন্তু যে কোনও দেশকে ভয় ধরাতে পারেন। কারণ, ফাস্ট বোলার যশ হ্যাজেলহুড রয়েছে একবারে সেরা ফর্মে। আর এই বোলার একই জায়গায় বলে বলে বল করে যেতে পারে। যার ফলে বিপদে পড়তে পারেন ভারতীয় ব্যাটাররা।
ভারতীয় টিমও কম যায় না
আজ ভারতীয় টিম নিয়ে সবথেকে বড় প্রশ্ন হল, কুলদীপ যাদব কার জায়গায় খেলবে? তিনি নীতীশ কুমার রেড্ডির জায়গায় খেলবেন নাকি ওয়াশিংটন সুন্দরের জায়গায় আসতে দেখা যাবে? যদিও সেই প্রশ্নের উত্তর টসের আগে পর্যন্ত পাওয়া যাবে না। দেখা যাক, ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এক্ষেত্রে ঠিক কী কথা বলে।
ভারতীয় একাদশে কারা কারা থাকতে পারে?
অভিষেক শর্মা, শুভমন গিল, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর/কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরা, অর্শদীপ সিং।
কারা হতে পারে গেম চেঞ্জার?
আজ চোখ থাকলে অবশ্যই অভিষেক শর্মার উপর। তিনি টি২০-তে নম্বর ১ ব্যাটার। পাশাপাশি নজর থাকবে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ট্র্যাভিস হেড, টিম ডেভিড, যশ ইনগলিশ, মিচেল মার্শ, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরা, যশ হ্যাজেলহুডের দিকে। এরা যে কোনও সময় ম্যাচের রূপ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।