শ্রেয়স আইয়ারকে নেওয়া হল না কেন? প্রশ্ন তুললেন এবিডি ভিলিয়ার্স। তাঁর মতে, এশিয়া কাপে টিম ইন্ডিয়ায় শ্রেয়সকে না রাখার বিষয়টি খুবই 'অদ্ভুত'। শুধু তাই নয়, আইয়ারকে বাদ দেওয়ার নেপথ্যে কোনও অজানা কারণও থাকতে পারে বলে ইঙ্গিত করলেন ক্রিকেট কিংবদন্তি।
শ্রেয়স আইয়ারকে নেওয়া হল না কেন?
আপাতত দুর্দান্ত ফর্মে আছেন শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেটে দাপিয়ে ব্যাট করেছেন। আইপিএলে পঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছেন। ৬০০ রও বেশি রান। স্ট্রাইক রেট ১৭০ এরও বেশি। ফলে এশিয়া কাপের টিমে তাঁর স্থান যে পাকা, তা ধরেই নিয়েছিলেন অনেকে। তবে সপ্তাহের শুরুতে যখন এশিয়া কাপের টিম ঘোষণা হল, তখন দেখা গেল ১৫ জনের তালিকায় তাঁর নামটি অনুপস্থিত।
এদিন এক লাইভ চ্যাটে ফ্যানদের সঙ্গে ইন্টারাকশ্যানের সময়ে ডি ভিলিয়ার্স বলেন, 'সত্যিই খুবই অদ্ভুত সিদ্ধান্ত। আমি টিম লিস্টটা দেখছিলাম আর ভাবছিলাম, এতে কোথাও শ্রেয়সকে ফিট করা যায় কিনা। গত কয়েক বছর ধরে কিন্তু ও দুর্দান্ত খেলছে।'
‘দলের বাইরে কিছু ঘটেছে হয়তো’
ডি ভিলিয়ার্স আরও বলেন, 'এখন ও অনেক বেশি ম্যাচিউর। একটা লিডারশিপ কোয়ালিটি আছে। কিন্তু দলের ভেতরে যে ঠিক কী ঘটছে, সেটা তো আর আমাদের জানা সম্ভব নয়। হয়তো কিছু একটা ব্যাপার ঘটেছে। তবে আমি যদি টিম বানাতাম তাতে অবশ্যই শ্রেয়স থাকত।'
শ্রেয়স আয়ার ভারতের হয়ে ৫১টি টি২০ ম্যাচে ১,১০৪ রান করেছেন। অ্যাভারেজ ৩০.৬৬, স্ট্রাইক রেট ১৩৬.১২। শেষবার তাঁকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, ২০২৩ এর ডিসেম্বরে ইন্টারন্যাশানাল টি২০ ফরম্যাটে খেলেছিলেন।
আইপিএলেও দারুণ পারফর্ম্যান্স
ডি ভিলিয়ার্সের মতে, 'এমনটাও হতে পারে যে, দলে হয় তো এখন অনেকেরই ক্যাপ্টেন্সি করার ক্ষমতা আছে। আর সেটাই হয় তো শ্রেয়সের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। ঠিক কী ব্যাপার জানি না। তবে টিম সিলেক্টররা সবসময় ভেবেচিন্তে দলের জন্য যেটা সবচেয়ে ভাল হবে, সেটাই বেছে নেন।'