বিরাট কোহলি ও তাঁর পরিবারের কাছে ক্ষমা চাইলেন এবি ডিভিলিয়ার্স। এর আগে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি বলেছিলেন যে, বিরাট কোহলি আরও একবার বাবা হতে চলেছেন। সেটা বলার কারণেই বিরাটের কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ক্রিকেটার। ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে বিরাট কোহলি খেলবেন না বলে জানিয়েছিলেন। সেই সময়ে সম্ভাব্য় কারণ বলতে গিয়েই এবি ডিভিলিয়ার্স বলেছিলেন যে বিরাট আরও একবার বাবা হতে চলেছেন। সেই কারণেই টেস্টে নামছেন না।
শনিবার, ১০ ফেব্রুয়ারি ইউটিউবে এক লাইভ সেশনে ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন এবি ডিভিলিয়ার্স। এর পাশাপাশি তাঁর অনুরাগীদের বিরাটের প্রাইভেসিকে সম্মান করার জন্য অনুরোধ করেছেন।
'আমার বন্ধু বিরাট কোহলির সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করব, তাঁকে যেন তাঁর প্রাপ্য প্রাইভেসি দেওয়া হয়। পরিবার সবসময়ে সবার প্রথমে আসে। কেউ জানে না ঠিক কী ঘটছে। আমি সকলকে এই বিষয়টিকে সম্মান করতে বলছি। আমি কিছুটা ভুল করেছি। আমার আগের শোতে একটি ভুল হয়েছে এবং আমি এর জন্য কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি,' তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন এবি ডিভিলিয়ার্স।
'শুধু ভুল নয়। আমি এমন তথ্য শেয়ার করেছি যেটি নিশ্চিতও নয়। আমি তাই সবাইকে অনুরোধ করছি তাঁকে এবং তাঁর পরিবার এবং তাঁর ব্যক্তিগত সময়কে সম্মান করার জন্য। আশা করি, আমরা ফের বিরাটকে মাঠে ফিরতে দেখব এবং যেমনভাবে তিনি রান তোলেন, সেভাবেই খেলতে দেখব,' বলেন তিনি।
প্রাক্তন ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স বিরাট কোহলির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচিত। সম্প্রতি এক ইউটিউব ভিডিও-তে বিরাটের অন্তর্ধানের কারণ বলতে গিয়েই তিনি বলে ফেলেন যে বিরাট ফের বাবা হতে চলেছেন। তাঁর সেই মন্তব্য ভাইরাল হয়ে যায়। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বিরাট ও অনুষ্কা শর্মাকে শুভেচ্ছা জানাতে শুরু করেন। তবে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা নিজেরা এখনও এই বিষয়ে কিছুই জানাননি।