India vs Australia T20 series 2025: সূর্যকুমার এখন পিছনে, টি২০তে নতুন বিশ্বরেকর্ডের মালিক অভিষেক শর্মা

India vs Australia T20 series 2025: ব্রিসবেনের গাবায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচেই বাজিমাত অভিষেক শর্মার। মাত্র ৫২৮ বলেই তৈরি করলেন টানা ১০০০ রানের নজির, ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদবকেও। টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে ফুল মেম্বার দলের মধ্যে সবচেয়ে দ্রুত হাজার রান এখন অভিষেকের দখলে।

Advertisement
সূর্যকুমার এখন পিছনে, টি২০তে নতুন বিশ্বরেকর্ডের মালিক অভিষেক শর্মা

India vs Australia T20 series 2025: ব্রিসবেনের গাবা স্টেডিয়ামে রবিবার (৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের শেষ ম্যাচে মাঠে নামে ভারত। অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন, ফলে ব্যাট করতে নামে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল।

শুভমন গিল ও অভিষেক শর্মা ঝোড়ো সূচনা করে দলকে এগিয়ে দেন। এই ম্যাচেই টি২০ আন্তর্জাতিক ক্রিকেটে এক ঐতিহাসিক কীর্তি গড়েন বামহাতি ব্যাটার অভিষেক শর্মা।

অভিষেক মাত্র ৫২৮ বল খেলেই আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে নিজের ১ হাজার রান পূর্ণ করেন। যা আইসিসির পূর্ণ সদস্যের দেশগুলির মধ্যে সবচেয়ে দ্রুততম রেকর্ড। এই নজির গড়ে তিনি ভেঙে দেন সূর্যকুমার যাদবের পুরনো রেকর্ড, যিনি ৫৭৩ বলে ১০০০ রান পূর্ণ করেছিলেন।

অভিষেকের নাম এখন বিশ্বের সেরাদের তালিকায় ফিল সল্ট (৫৯৯), গ্লেন ম্যাক্সওয়েল (৬০৪) এবং আন্দ্রে রাসেল (৬০৯)-এর আগেই জায়গা করে নিয়েছেন তিনি।

আইসিসি পূর্ণ সদস্য দেশের মধ্যে দ্রুততম ১০০০ রান (বল অনুযায়ী):

খেলোয়াড়                                        দেশ                                            বল লেগেছে
অভিষেক শর্মা                                   ভারত                                                 ৫২৮
সূর্যকুমার যাদব                                  ভারত                                                 ৫৭৩
ফিল সল্ট                                         ইংল্যান্ড                                               ৫৯৯
গ্লেন ম্যাক্সওয়েল                             অস্ট্রেলিয়া                                             ৬০৪
আন্দ্রে রাসেল / ফিন অ্যালেন     ওয়েস্ট ইন্ডিজ / নিউজিল্যান্ড                        ৬০৯

Advertisement


ভারতীয়দের মধ্যে ইনিংস অনুযায়ী দ্রুততম ১০০০ রান:

খেলোয়াড়                        ইনিংস সংখ্যা
বিরাট কোহলি                              ২৭
অভিষেক শর্মা                              ২৮
কেএল রাহুল                                ২৯
সূর্যকুমার যাদব                             ৩১
রোহিত শর্মা                                  ৪০

India’s Playing XI (Gabba T20):
অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), রিংকু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।

Australia’s Playing XI:
মিচেল মার্শ (অধিনায়ক), ম্যাথিউ শ’র্ট, জশ ইঙ্গলিস (উইকেটকিপার), টিম ডেভিড, জশ ফিলিপ, মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, বেন ডোয়রশুইস, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

 

POST A COMMENT
Advertisement