অভিষেক শর্মাসৈয়দ মুস্তাক আলি ট্রফিতে রেকর্ড অভিষেক শর্মার। বাংলার বিরুদ্ধে মাত্র ৩২ বলে সেঞ্চুরি করে ফেললেন পঞ্জাব তনয়। রবিবার সকালে তাঁর ব্যাটিংয়ে ভর করেই ২০ ওভারের ম্যাচে ৩১০ রান করে ফেলল পঞ্জাব। সবচেয়ে বড় কথা হল, এটাই ঘরোয়া ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি।
অভিষেক ৩২ বলে ১১টি ছক্কা এবং ৭টি চার মেরে তার সেঞ্চুরি পূর্ণ করেন। মোট ৫২ বলে ১৪৮ রান করেন অভিষেক, যার মধ্যে ১৬টি ছক্কা এবং ৮টি চার ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি অভিষেক শর্মার অষ্টম সেঞ্চুরি, ১৫৭ ইনিংসে এই মাইল ফলক স্পর্শ করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে একজন ভারতীয় হিসেবে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে অভিষেক এখন ভারতের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার সমান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে, রোহিত এবং অভিষেকের চেয়ে বেশি টি-টোয়েন্টি সেঞ্চুরি রয়েছে কেবল বিরাট কোহলির (৯)।
অভিষেক শর্মা মাত্র ১২ বলে ৫০ করেন
এটি পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে যৌথভাবে তৃতীয় দ্রুততম অর্ধশতরান এবং কোনও ভারতীয় খেলোয়াড়ের যৌথভাবে দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র ১২ বলে ৫০ করেন যুবরাজ সিং। এবার ঘরোয়া ক্রিকেটে তাঁর শিষ্য সেই কাজটাই ফের করে দেখালেন।
উল্লেখ্য, পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম অর্ধশতকটি করেছিলেন নেপালের দীপেন্দ্র সিং আইরি। ২০২৩ সালের সেপ্টেম্বরে হাংঝো এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র নয় বলে পঞ্চাশ করেছিলেন তিনি। ভারতের আশুতোষ শর্মা দ্বিতীয় স্থানে রয়েছেন, তিনি অরুণাচল প্রদেশের বিপক্ষে ১১ বলে অর্ধশতরান করেছিলেন। এই ইনিংসটি ২০২৩-২৪ মরসুমে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এসেছিল।
বিরাট রান করে ফেলল পঞ্জাব
২০ ওভারে ৫ উইকেটে ৩১০ রান করে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পঞ্চমবারের মতো যে কোনও দল এক ম্যাচে ৩০০-এর বেশি রান করেছে। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ডটি ভাদোদরার দখলে। ২০২৪ সালের ডিসেম্বরে, ভাদোদরা সিকিমের বিপক্ষে ৫ উইকেটে ৩৪৯ রান করে।