India Against Spin: স্পিন খেলতে ভুলে গেছেন গিলরা? পরপর ম্যাচ হারায় উঠল প্রশ্ন

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১২৪ রান করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ইনিংস। যার ফলে ২ ম্যাচের সিরিজে এখন ১-০ থেকে এগিয়ে গেল প্রোটিয়ারা। আর ভারতের এই হারের পরই ভারতীয় দলের স্পিন খেলার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

Advertisement
স্পিন খেলতে ভুলে গেছেন গিলরা? পরপর ম্যাচ হারায় উঠল প্রশ্নস্পিনের বিরুদ্ধে ভারত
হাইলাইটস
  • দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার
  • চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১২৪ রান করতে পারেনি ভারতীয় ব্যাটাররা
  • ভারতের এই হারের পরই ভারতীয় দলের স্পিন খেলার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন বিশেষজ্ঞরা

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার কাছে লজ্জার হার। চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে ১২৪ রান করতে পারেনি ভারতীয় ব্যাটাররা। মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ইনিংস। যার ফলে ২ ম্যাচের সিরিজে এখন ১-০ থেকে এগিয়ে গেল প্রোটিয়ারা। আর ভারতের এই হারের পরই ভারতীয় দলের স্পিন খেলার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছেন বিশেষজ্ঞরা।

আসলে গম্ভীরের আমলে দেশের মাটিতে এই প্রথম হারল না ভারত। বরং গত বছরই একই ছবি দেখেছে দেশবাসী। সে বার নিউজিল্যান্ডের কাছে ০-৩ এ সিরিজ হেরে যায় ভারতীয় টিম। সেই সিরিজেও আজাজ প্যাটেল, মিচেল স্যান্টেনার এবং ইশ সৌধির স্পিনের কাছে পরাস্ত হন তাবড় ভারতীয় ব্যাটাররা। আর সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে।

এই টেস্টে ৪ উইকেট নিয়েছেন সাইমন হারমার। পাশাপাশি কেশব মহারাজও বল হাতে দারুণ পারফর্মেন্স দেন। এই দুই স্পিনারের ঘূর্ণির সামনে পড়ে নাজেহাল অবস্থা হয় ভারতীয় ব্যাটারদের। তাঁরা না পেরেছেন মারতে, না পেরেছেন স্ট্রাইক রোটেট করতে, না পেরেছেন ঠিক করে ডিফেন্স করতে। আর সেই কারণেই মাত্র ৯৩ রানে গুটিয়ে যায় ভারত। বিশেষত, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল এবং ঋষভ পন্থ খুবই খারাপ শট খেলে আউট হন। তারপর থেকেই ভারতীয় দলের ব্যাটারদের পারফর্মেন্স নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। 

গম্ভীরের কোচিং নিয়ে উঠছে প্রশ্ন

ইডেনের পিচ ছিল স্পিন সহায়ক। সেখানেই খেলা ঘুরিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ খেলা খেলেন প্রোটিয়াদের অধিনায়ক টেম্বা বাভুমা। ৫৫ রানের ইনিংস খেলেন তিনি। তাঁর ইনিংসের জোরেই আজ দক্ষিণ আফ্রিকা জিতল। অন্যদিকে ভারতীয় ব্যাটারারা কেউই স্পিনের সামনে দাঁড়াতে পারেননি। আর এই হারের পরই কোচ গৌতম গম্ভীরের সিদ্ধান্তের দিকে প্রশ্ন উঠে গেল।

অনেকেই মনে করেছেন এই ম্যাচে সাই সুদর্শনকে ড্রপ করে ভুল করেছেন গম্ভীর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভাল খেলার পরও তাঁকে টিমে নেওয়া হল না। শুধু তাই নয়, রবীন্দ্র জাদেজা খেলার পরও সেখানে কেন অক্ষর প্যাটেল খেলছে, এই নিয়েও প্রশ্ন উঠে যায়। কারণ, দুইজনই একই ধরনের প্লেয়ার। তাই এমন পরিস্থিতিতে গম্ভীরের কোচিং নিয়ে প্রশ্ন উঠে গেল।

Advertisement

কী বলেন গম্ভীর?

এই ম্যাচের শেষে ভীষণ রেগে গুরু গম্ভীর। তিনি বলেন, 'আমরা যেমন পিচ চেয়েছি, তেমনই পেয়েছি। আমাদের জানতে হবে কীভাবে স্পিন খেলতে হয়...'

অর্থাৎ তিনিও স্বীকার করে নিলেন যে ভারতীয় ব্যাটিং স্পিনের বিরুদ্ধে ব্যর্থ হয়েছে।

POST A COMMENT
Advertisement