রানের মধ্যে নেই বিরাট কোহলি। ভারত-অস্ট্রেলিয়া সিরিজে একটা সেঞ্চুরি করলেও ধারাবাহিকতার অভাব দেখা যাচ্ছে বারবার। সমর্থকদের একাংশ তো অবসর নেওয়ার পরামর্শও দিয়ে দিচ্ছেন। বিরাট ব্যাট হাতে রান করতে না পারলেও, গাব্বা টেস্টে ভারতের সম্মান বাঁচাল সেই ব্যাটই। তবে মঙ্গলবার তা ছিল বাংলার ক্রিকেটার আকাশদীপের হাতে। আর তাতেই ফলো অন বাঁচাল ভারতীয় দল।
তৃতীয় দিনের শেষদিকে দারুণ লড়াই চালান সহ অধিনায়ক জসপ্রীত বুমরা ও আকাশ দীপ। এখনও পর্যন্ত ৩৩ রানের পার্টনারশিপ গড়ে উঠেছে। চতুর্থ দিনের শেষে টিম ইন্ডিয়া ৯ উইকেটে ২৫২ রানে ব্যাট করছে। খারাপ আলোর কারণে কিছুটা আগেই চতুর্থ দিনের খেলা শেষ করা হল।
লোয়ার অর্ডারে কিছুটা হলেও লড়াই করার চেষ্টা করেছিলেন রবীন্দ্র জাদেজা (৭৭)। কিন্তু, তাঁর একার পক্ষে তো আর এই রান করা সম্ভব নয়। এই পরিস্থিতিতে যদি ভারত কোনওক্রমে এই ফলো-অন বাঁচাতে পারত, তাহলে অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ইনিংসের জন্য ব্যাট করতে নামতেই হত, সেক্ষেত্রে এই ম্যাচ ড্র হওয়ার একটা সামান্যতম সম্ভাবনাও থাকত। অবশেষে সেই অসম্ভবই সম্ভব করল টিম ইন্ডিয়া। এই পরিস্থিতিতে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে আবারও ব্যাট করতে নামতে হবে। সেক্ষেত্রে ম্য়াচটা যে ড্রয়ের দিকে এগোচ্ছে, তা বলা যেতেই পারে।
গাব্বা টেস্টে রোহিত শর্মা টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেইসময় অনেকেই আশঙ্কা করেছিলেন যে ভারতীয় ক্রিকেট অধিনায়কের এই সিদ্ধান্ত হয়ত বুমেরাং হয়ে যাবে। আর হলও তাই। প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪৪৫ রানের বিশাল পাহাড় গড়ে ফেলে। শতরান করেন ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ। জমকালো হাফসেঞ্চুরি বেরিয়ে আসে অ্যালেক্স ক্যারির ব্যাট থেকেও।