scorecardresearch
 

Asia Cup 2023: এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে নেই রাহুল, জানালেন দ্রাবিড়, ৪ নম্বরে কে? মেজাজ হারালেন হেড কোচ

দ্রাবিড়ের বক্তব্য, দরকার ছিল বলেই পরীক্ষানিরীক্ষা করা হয়েছিল। ৪ ও ৫ নম্বরে কে ব্যাটিং করতে নামবেন, তা ১৮ মাস আগে ঠিক হয়ে গিয়েছিল। এই পজিশনে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্তকে রাখা হয়েছিল।

Advertisement
রাহুল দ্রাবিড় ও কেএল রাহুল রাহুল দ্রাবিড় ও কেএল রাহুল
হাইলাইটস
  • মেজাজ হারালেন দ্রাবিড়
  • শনিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ
  • বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না

এশিয়া কাপের (Asia Cup 2023) আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ায় পরীক্ষানিরীক্ষা ইস্যুতে মেজাজ হারালেন হেড কোচ রাহুল দ্রাবিড়। ৪ ও ৫ নম্বরে কে ব্যাটিং করবেন, সেই প্রশ্নেই ক্ষুব্ধ হন রাহুল। একই সঙ্গে এদির দ্রাবিড় জানালেন, এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচেই খেলবেন না কেএল রাহুল।

মেজাজ হারালেন দ্রাবিড়

ঠিক কী ঘটেছে? এশিয়া কাপ শুরু হতে চলেছে ৩০ অগাস্ট অর্থাত্‍ বুধবার থেকে। ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে শনিবার অর্থাত্‍ ২ সেপ্টেম্বর। তার আগে আজ সাংবাদিক সম্মেলন করেন দ্রাবিড়। ৪ ও ৫ নম্বরে কে ব্যাটিংয়ে নামবেন, সেই প্রশ্নে মেজাজ হারিয়ে দ্রাবিড় বললেন, 'এতো টেনশন নেবেন না। ৪ ও ৫ নম্বরে কে নামবেন, তা ১৮ মাস আগে থেকেই ঠিক করা আছে।'

আরও পড়ুন

শনিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ

দ্রাবিড়ের বক্তব্য, দরকার ছিল বলেই পরীক্ষানিরীক্ষা করা হয়েছিল। ৪ ও ৫ নম্বরে কে ব্যাটিং করতে নামবেন, তা ১৮ মাস আগে ঠিক হয়ে গিয়েছিল। এই পজিশনে কেএল রাহুল, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্তকে রাখা হয়েছিল। কিন্তু তিনজনেরই চোট থাকায় অন্যদের সুযোগ দেওয়া হয়। এশিয়া কাপের জন্য শ্রীলঙ্কা রওনা হচ্ছে ভারত। শনিবার ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ। 

বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না

এশিয়া কাপের আগে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, 'আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।'

Advertisement

বিশ্বকাপ প্রসঙ্গে দ্রাবিড় বলেছেন, 'যতটা প্রস্তুতি নেওয়া সম্ভব, আমরা ঠিক ততটাই প্রস্তুত। বেশ ভাল সব দল খেলতে আসছে। গত ১০-১২ বছরে হোম অ্যাডভান্টেজ বলে কিছু হয় না উপমহাদেশের ক্রিকেটে। কারণ বিদেশি দলগুলো ইদানীং কালে উপমহাদেশে এসে অনেক ম্যাচ খেলে। আইপিএলের মতো টুর্নামেন্টে একাধিক বিদেশি ক্রিকেটার খেলে। দু’ মাসের কাছাকাছি সময় ধরে এখানে থাকে। এখানকার পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয় তারা। সবারই এখানকার পিচ, মাঠ নখদর্পণে। ঘরের দল বেশি সুবিধা পাবে এমনটা হয় না। বেশ কঠিন এক টুর্নামেন্ট হবে।'

Advertisement