India Vs Pakistan : বয়কট দূর অস্ত, আজ সিনেমা হলে দেখা যাবে ভারত-পাকিস্তান লাইভ ম্যাচ

দেশের বৃহত্তম সিনেমা প্রদর্শক PVR INOX ঘোষণা করেছে, ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচটি দেশব্যাপী সিনেমা হলে সরাসরি দেখানো হবে। ১০০ টিরও বেশি স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ITW ইউনিভার্স যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে।

Advertisement
বয়কট দূর অস্ত, আজ সিনেমা হলে দেখা যাবে ভারত-পাকিস্তান লাইভ ম্যাচ India Team
হাইলাইটস
  • আজ ভারত-পাকিস্তান মহারণ
  • দেশের ১০০-রও বেশি সিনেমা হলে দেখা হবে লাইভ ম্যাচ

রবিবার সংযুক্ত আরব আমিরশাহিতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই দেশের গ্রুপ স্টেজের ম্যাচ পর্যন্ত স্টেডিয়াম সেভাবে ভরেনি। তবে ফাইনালে উত্তেজনায় ফুটছে দর্শকরা। সেই চেনা ছন্দে ফিরছে ভারত-পাক মহারণ। সব টিকিট বিক্রি হয়ে গেছে। যদিও ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন তারকাদের একাংশ পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কটের ডাক দিয়েছিলেন। তা নিয়ে জল্পনাও শুরু হয়েছিল। কিন্তু বয়কট তো দূর অস্ত খেলার প্রচার আরও বেশি বাড়ানো হচ্ছে।

দেশের বৃহত্তম সিনেমা প্রদর্শক PVR INOX ঘোষণা করেছে, ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচটি দেশব্যাপী সিনেমা হলে সরাসরি দেখানো হবে। ১০০ টিরও বেশি স্ক্রিনে সরাসরি সম্প্রচারিত হবে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং ITW ইউনিভার্স যৌথভাবে এই উদ্যোগ নিয়েছে। PVR INOX-এর আমির বিজলি বলেন, 'এশিয়া কাপ ২০২৫ এর স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা দেখাব যে ক্রিকেট কতটা আমাদের দেশের মানুষকে এক সুতোয় গাঁথে। ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান ম্যাচও খুব ভালো হয়েছিল। সেদিনও প্রচুর সমর্থক রাস্তায় নেমেছিলেন। পাড়া, মহল্লায় স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেজন্য আমরা ১০০ টিরও বেশি সিনেমা হলে লাইভ সম্প্রচার করব।' 

এশিয়া কাপের টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আয়োজকরা মনে করছেন, এই ম্যাচ বিশ্বকাপের ফাইনালের মতো জনপ্রিয় হতে চলেছে। ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা বা তার জবাবে ভারতের অপারেশন সিঁদুরের পর এই প্রথম দুই দেশ কোনও ফাইনালে মুখোমুখি হতে চলেছে। ফলে তার আলাদা একটা তাৎপর্য আছে। 

যদিও এশিয়া কাপের শুরু থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। প্রথম ম্যাচে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় হাত মেলাননি পাকিস্তানের সলমন আগার সঙ্গে। সেই ম্য়াচ শেষেও ভারতীয় খেলোয়াড়রা করমর্দন না করে ড্রেসিংরুমের দরজা লাগিয়ে দেন। পরের ম্যাচে ,পাকিস্তানি বোলার রাউফ ভারতীয় দর্শকদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেন। যা নিয়ে আইসিসির কাছে লিখিত অভিযোগ করে দুই পক্ষই। তার শুনানিও হয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement