India Vs Pakistan Final: 'ভারতকেও হারাতে পারি,' বাংলাদেশকে হারিয়ে 'দিবাস্বপ্নে' বুঁদ পাকিস্তানের ক্যাপ্টেন

India Vs Pakistan Final: ম্যাচের পরে সাংবাদিকদের সালমান আগা বলেন, “এই জয়ের জন্য আমি পুরো দলকে কৃতিত্ব দিতে চাই। যদি আপনি এমন কঠিন ম্যাচ জিতে যান, তাহলে বুঝতে হবে আপনার দলটি একটি স্পেশাল দল।

Advertisement
'ভারতকেও হারাতে পারি,' বাংলাদেশকে হারিয়ে 'দিবাস্বপ্নে' বুঁদ পাকিস্তানের ক্যাপ্টেন'ভারতকেও হারাতে পারি,' বাংলাদেশকে হারিয়ে 'দিবাস্বপ্নে' বুঁদ পাকিস্তানের ক্যাপ্টেন

India Vs Pakistan Final: এশিয়া কাপ ২০২৫-এর ফাইনালে পৌঁছে গেল পাকিস্তান। সুপার ফোরে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল তারা। ম্যাচের পরে পাকিস্তানি অধিনায়ক সালমান আগা জানিয়ে দিলেন, তাঁদের দল এতটাই ভালো পারফর্ম করছে যে ভারতকেও হারানোর ক্ষমতা রাখে।

‘আমরা স্পেশাল টিম’
ম্যাচের পরে সাংবাদিকদের সালমান আগা বলেন, “এই জয়ের জন্য আমি পুরো দলকে কৃতিত্ব দিতে চাই। যদি আপনি এমন কঠিন ম্যাচ জিতে যান, তাহলে বুঝতে হবে আপনারা একটা স্পেশাল দল। আমরা জানি আমাদের কী করতে হবে। ফাইনালে আমরা সেরা খেলাটা খেলতে চাই।” তিনি আরও বলেন, “ব্যাটিংয়ে কিছু সমস্যা হচ্ছে, সেটা আমরা ঠিক করার চেষ্টা করছি। কিন্তু বোলাররা দারুণ করেছে।”

শাহিন আফ্রিদির জোড়া ভূমিকা
এই ম্যাচের নায়ক ছিলেন শাহিন আফ্রিদি। ব্যাট হাতে ১৩ বলে ১৯ রান করেন, আর বোলিংয়ে নেন ৩টি উইকেট। তিনিই হয়েছেন ম্যাচের সেরা খেলোয়াড়। তিনি বলেন, “আমাদের টার্গেট কম ছিল। তাই শুরুতেই উইকেট নেওয়ার চেষ্টা করেছি।”

ব্যর্থ বাংলাদেশের ব্যাটিং
বাংলাদেশের স্কোয়াডে ছিলেন না লিটন দাস। তাঁর জায়গায় অধিনায়কত্ব করেন জাকের আলি। ম্যাচের পর তিনি বলেন, “আমাদের ব্যাটিং দুটো ম্যাচেই খারাপ হয়েছে। বোলাররা চেষ্টা করেছে, কিন্তু ব্যাটসম্যানরা রান তুলতে পারেনি।”

ফাইনালে ভারত-পাকিস্তান
২৮ সেপ্টেম্বর এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। দুই দলের মধ্যে এই লড়াই ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। সালমান আগা-র স্পষ্ট কথা, “ভারতকেও হারানো সম্ভব।”

 

POST A COMMENT
Advertisement