Asia Cup Bangladesh: শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ, কোন অঙ্কে ফাইনালে যেতে পারে টাইগাররা?

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ জয় পেল বাংলাদেশ। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে হারাল। এখন প্রশ্ন হল, কীভাবে বাংলাদেশ ফাইনালে যেতে পারে? আজকের ভারত-পাকিস্তান ম্যাচের উপর সেটা যদিও অনেকটাই নির্ভর করছে।

Advertisement
শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ, কোন অঙ্কে ফাইনালে যেতে পারে টাইগাররা?

শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দারুণ জয় পেল বাংলাদেশ। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ শ্রীলঙ্কাকে চার উইকেটে হারাল। এখন প্রশ্ন হল, কীভাবে বাংলাদেশ ফাইনালে যেতে পারে? আজকের ভারত-পাকিস্তান ম্যাচের উপর সেটা যদিও অনেকটাই নির্ভর করছে।

কীভাবে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

সুপার ফোরে চার দলই তিনটে করে ম্যাচ খেলবে। এর মধ্যে সেরা দুই দল যাবে ফাইনালে। একটা ম্যাচ বাংলাদেশ জিতে যাওয়ায় অনেকটাই এগিয়ে গিয়েছে তারা। এবার তাদের ম্যাচ রয়েছে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে। পাকিস্তান যদি ভারতের বিরুদ্ধে ম্যাচ জিতে যায় তা হলে লড়াই জমে যাবে। নেট রানরেটও সেক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। 

শনিবারের ম্যাচে কী হল?

২০২৫ সালের এশিয়া কাপে শেষবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছিল, শ্রীলঙ্কা দল ৬ উইকেটে জয়লাভ করেছিল। এখন, বাংলাদেশ দল সেই পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ওপেনার সাইফ হাসান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান তৌহিদ হৃদয়। সাইফ হাসান ৪৫ বলে ৬১ রান করেন, যার মধ্যে চারটি ছক্কা এবং দুটি চার ছিল। তৌহিদ হৃদয় ৩৭ বলে ৫৮ রান করেন, যার মধ্যে চারটি চার এবং দুটি ছক্কা ছিল। শ্রীলঙ্কার হয়ে ও য়াদিন্দু হাসারাঙ্গা এবং দাসুন শানাকা দুটি করে উইকেট নেন।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করার পর শ্রীলঙ্কা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান করে। শ্রীলঙ্কার হয়ে দাসুন শানাকা ৩৭ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। এই সময় তিনি ৬টি ছক্কা এবং ৩টি চার মারেন। কুশল মেন্ডিস (৩৪ রান), পাখুম নিসানকা (২২ রান) এবং অধিনায়ক চারিথ আসালঙ্কা (২১ রান) ও কার্যকর অবদান রাখেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান সর্বোচ্চ তিনটি এবং মাহেদী হাসান দুটি উইকেট নেন। তাসকিন আহমেদও একটি উইকেট পান।

এই ম্যাচের জন্য বাংলাদেশ দলে দুটি পরিবর্তন এনেছে। রিশাদ হোসেন এবং নুরুল হাসানকে দলে রাখা হয়নি। তাদের পরিবর্তে মেহেদী হাসান এবং শরিফুল ইসলামকে একাদশে রাখা হয়েছে। অন্যদিকে, শ্রীলঙ্কা একই একাদশে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে যা তাদের আফগানিস্তানের বিপক্ষে জয় এনে দিয়েছে।

Advertisement

শ্রীলঙ্কার প্লেয়িং ইলেভেন: পখুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিখ আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ও য়ানিন্দু হাসরাঙ্গা, দুনিথ ওয়েলালেগে, দুশমাস্থা চামেরা, নুওয়ান থুস।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস (উইকেটরক্ষক/অধিনায়ক), তৌহিদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

POST A COMMENT
Advertisement