Asia Cup 2025 Ind vs Pak: 'ড্রামাস্তান'! রবিবারের ম্যাচের আগে নতুন নাটক পাকিস্তানের

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচ ২১ শে সেপ্টেম্বর রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮:০০ টায়। গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে। সূর্য ব্রিগেড এই ম্যাচেও একই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবে। তবে সেই ম্যাচের আগে নতুন বিতর্ক শুরু হল এই ম্যাচ নিয়ে।

Advertisement
'ড্রামাস্তান'! রবিবারের ম্যাচের আগে নতুন নাটক পাকিস্তানেরভারত বনাম পাকিস্তান

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের ম্যাচ ২১ শে সেপ্টেম্বর রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় রাত ৮:০০ টায়। গ্রুপ পর্বের ম্যাচে ভারত পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে। সূর্য ব্রিগেড এই ম্যাচেও একই পারফর্ম্যান্সের পুনরাবৃত্তি করতে চাইবে। তবে সেই ম্যাচের আগে নতুন বিতর্ক শুরু হল এই ম্যাচ নিয়ে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে, পাকিস্তানি ক্রিকেট দল একটি নতুন কৌশল গ্রহণ করেছে। ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে আসেনি পাক দল। বাতিল করা হয়েছে সেই প্রেস কনফারেন্স। এ ছাড়াও, এই দল তাদের শিবিরে ইনফ্লুয়েন্সার ডঃ রাহিলকে নিয়ে এসেছে। পাকিস্তান দলের এই আকস্মিক পদক্ষেপ ভক্তদের অবাক করেছে।

পাকিস্তান টিম ম্যানেজমেন্ট চায় ম্যাচের আগে খেলোয়াড়রা যেন বাইরের কোনও প্রভাব থেকে এবং প্রশ্ন থেকে দূরে থাকে এবং মানসিকভাবে শক্তিশালী থাকে। এই কারণেই মানসিক শক্তি এবং আত্মবিশ্বাস জোগাতে দলে একজন মোটিভেশনাল স্পিকারকে আনা হয়েছে। ডঃ রাহিলের ভূমিকা হবে খেলোয়াড়দের মানসিক শক্তি, আত্মবিশ্বাস বিকাশ এবং ম্যাচের চাপ সামলাতে প্রশিক্ষণ দেওয়া।

ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ সবসময়ই কেবল খেলার বিষয় নয়, বরং আবেগ, প্রতিযোগিতা এবং কৌশলের বিষয়ও ছিল। এখন, এক সপ্তাহ পরে, দুটি দল আবার মুখোমুখি হতে চলেছে। প্রথম ম্যাচের পর, পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এর আগেও এই ম্যাচ নিইয়ে হ্যান্ডশেক বিতর্ক হয়েছিল। যার জেরে গোটা ক্রিকেটবিশ্বে বিতর্ক শুরু হয়। 

ম্যাচের শুরুতে টসের সময় পাক ক্যাপ্টেন সলমন আগার সঙ্গে হাত মেলাননি ভারতের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। শুধু তাই নয়, ম্যাচ শেষ হওয়ার পরেও ভারতের ক্রিকেটাররা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলানি। এরপরেও ম্যাচ রেফারি পাইক্রাফটকে অপসারণের দাবি জানিয়েছিল তারা। তবে সেই দাবিও মানা হয়নি। এরপর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধেও ম্যাচে খেলতে চায়নি পাক দল। পাকিস্তানের বিরুদ্ধেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। এরপর সুপার ফোরের ম্যাচের আগে সাংবাদিক সম্মেলন বয়কট করল পাকিস্তান।   

Advertisement

POST A COMMENT
Advertisement