Asia Cup 2025: এশিয়া কাপে কবে ভারত-পাকিস্তান মহারণ, যা জানা যাচ্ছে...

এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। পাহেলগাঁও সন্ত্রাসবাদী (Pahalgam) হামলার পর, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক নষ্ট করার কথাই জানিয়েছিল বিসিসিআই (BCCI)। এশিয়া কাপ নিয়ে এ কারণেই জটিলতা দেখা যায়। এশিয়া কাপ এবারে ৪ অথবা ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে। ফাইনাল হবে ২১ সেপ্টেম্বর। এর মধ্যেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ।

Advertisement
এশিয়া কাপে কবে ভারত-পাকিস্তান মহারণ, যা জানা যাচ্ছে...ভারত-পাকিস্তান

এশিয়া কাপে (Asia Cup 2025) মুখোমুখি হবে ভারত-পাকিস্তান (India vs Pakistan)। পাহেলগাঁও সন্ত্রাসবাদী (Pahalgam) হামলার পর, পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সম্পর্ক নষ্ট করার কথাই জানিয়েছিল বিসিসিআই (BCCI)। এশিয়া কাপ নিয়ে এ কারণেই জটিলতা দেখা যায়। এশিয়া কাপ এবারে ৪ অথবা ৫ সেপ্টেম্বর শুরু হতে পারে। ফাইনাল হবে ২১ সেপ্টেম্বর। এর মধ্যেই হবে ভারত-পাকিস্তান ম্যাচ। 

কোথায় হবে এশিয়া কাপের ম্যাচ?
সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates) হবে এই ম্যাচ। চূড়ান্ত সময়সূচী (Asia Cup Schdule) এবং ভেন্যু শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এবার টুর্নামেন্টের নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরশাহী প্রায় নিশ্চিত। ভারত ও পাকিস্তানের মধ্যে বড় ম্যাচটি ৭ সেপ্টেম্বর দুবাইতে অনুষ্ঠিত হবে। সম্প্রতি ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই মাঠে মুখোমুখি হয়েছিল উভয় দল।

এশিয়া কাপ নিয়ে সংশয় ছিল
আগে জানা গিয়েছিল, পাহেলগাঁও সন্ত্রাসবাদী হামলা এবং এরপর ভারত 'অপারেশন সিঁদুর' শুরু করেছে। এ কারণে ভারত ২০২৫ সালের এশিয়া কাপে অংশগ্রহণ করবে না। দুই দেশের মধ্যে উত্তেজনা এবং সামরিক সংঘর্ষের কারণে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিল। কিন্তু এখন আশা করা হচ্ছে যে ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যু অর্থাৎ সংযুক্ত আরব আমিরশাহি-তে অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপ ২০২৫ ফরম্যাট
মোট দল: ৬ (ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাশাহি)
ফরম্যাট: প্রথম গ্রুপ পর্ব, তারপর সুপার ফোরের
সম্ভাবনা: এই টুর্নামেন্টে ভারত এবং পাকিস্তান দুবার একে অপরের মুখোমুখি হতে পারে।

ভারতীয় দল গতবার এশিয়া কাপ জিতেছিল। এবারও তারা এই জয়ের ধারা অব্যহত রাখতে পারেন কিনা সেটাই দেখার। ভারতীয় দল এই টুর্নামেন্টে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে পাবে। ফলে ভারতের এই টুর্নামেন্টে জেতা অনেকটাই সহজ হতে পারে। তবে সমস্যা হল, এই দুই ভারতীয় তারকা অনেকদিন ক্রিকেটের বাইরে থাকবেন।   

POST A COMMENT
Advertisement