এশিয়া কাপের বড় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নিল ভারতীয় দল। পরপর দুটো ম্যাচ জিতে গ্রুপ শীর্ষে টিম ইন্ডিয়া। ভারতের বোলারদের দাপটে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। সেই চাপ থেকে আর বেরোতে পারেনি পাক দল। কোন পাঁচ কারণে এই ম্যাচ জিতল ভারত?
সলমন আগার ভুল সিদ্ধান্ত
ম্যাচের শুরু থেকেই ভুল করে বসে পাকিস্তান। সলমন আগা মনে করেছিলেন, প্রচন্ড গরমের কারণে পিচ আরও স্লো হবে। ফলে ভারতের ব্যাট করতে সমস্যা হবে। তবে তার আগেই কাজের কাজ করে দেন ভারতের বোলাররা। স্পিনারদের বল প্রায় বুঝতেই পারছিলেন না পাক ব্যাটাররা। ফলে একের পর এক ডট বল হয়েই চলেছিল। চাপ বাড়ছিল। ৪৯ রানেই ৪ উইকেট হারায় পাকিস্তান।
দারুণ বোলিং ভারতের
ভারতের বোলিং বিশেষ করে স্পিন বিভাগ দারুণ কাজ করেছে। ৯ উইকেটের মধ্যে ৬টাই তাদের দখলে। তার মধ্যে ৩ উইকেট যুজবেন্দ্র চাহাল। একটা উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া। বাকি দুটো উইকেট হার্দিক পান্ডিয়ার। ফলে শুধু স্পিনাররা নয়। পেসাররাও উইকেট পেয়েছেন।
ভাল ফিল্ডিং ভারতের
ভারত সে অর্থে কোনও ক্যাচ ফেলেনি একটা ক্ষেত্রে হার্দিক পান্ডিয়া একটু এগিয়ে এলে ক্যাচটা হয়ে যেতে পারত। পাশাপাশি নিজের বলে একটা ক্যাচ বেশ কঠিন হলেও মিস করেছিলেন কুলদীপ যাদব। এ ছাড়া এই চাপের ম্যাচেও কোন সহজ সুযোগ নষ্ট করেনি ভারত। আর সেটাই টিম ইন্ডিয়ার পক্ষে দারুণ ফল দিয়েছে।
সিঙ্গল-ডাবলস না নেওয়া
এখনকার ক্রিকেটে সিঙ্গল বা ডাবলস খুব জরুরী। আর যখন বাউন্ডারি আসে না তখন রানিং বিটুইন দ্য উইকেটস খুব জরুরী। সেটা করতেই পারেনি পাকিস্তান। ফলে ডট বলের সংখ্যা বেড়েছে। দলের রান কমে গিয়েছে। চাপ বেড়েছে ব্যাটারদের উপর। উইকেট হারাতে হয়েছে সে কারণেই। শেষদিকে শাহিন শাহ আফ্রিদি দ্রুত রান করতে না পারলে আরও লজ্জায় পড়তে হত পাক দলকে।
ভারতের পাল্টা আক্রমণ
ভারতীয় দল ব্যাট করতে নেমে দ্রুত দুই উইকেট হারালেও আক্রমণের রাস্তা থেকে সরে আসেনি ভারত। এর জেরে চাপ বাড়ে পাকিস্তান বোলারদের। স্পিনারদের উপর ভর করে ম্যাচ জিততে চাইলেও, তারা লাইন গণ্ডগোল করে ফেলেন বারবার। সেটার সুযোগ নিতে ছাড়েননি ভারতের ব্যাটাররা। ১০-এর নীচে নামতে দেয়নি রানরেট।