Asia Cup 2025 India vs Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচে টসই হতে পারে সব থেকে বড় ফ্যাক্টর, দেখুন পরিসংখ্যান

এশিয়া কাপের বড় ম্যাচে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তান দুই দলই প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে এই ম্যাচ খেলতে নামছে। পাহেলগাঁও হামলার পর থেকে এই ম্যাচ ঘিরে অসন্তোষ শুরু হয়েছে। তবুও দুবাই স্টেডিয়ামে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে।

Advertisement
ভারত-পাকিস্তান ম্যাচে টসই হতে পারে সব থেকে বড় ফ্যাক্টর, দেখুন পরিসংখ্যানসূর্যকুমার যাদব

এশিয়া কাপের বড় ম্যাচে আজ মুখোমুখি ভারত ও পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশানাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলা এই ম্যাচে টস খুব গুরুত্বপূর্ণ। ভারত ও পাকিস্তান দুই দলই প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে এই ম্যাচ খেলতে নামছে। পাহেলগাঁও হামলার পর থেকে এই ম্যাচ ঘিরে অসন্তোষ শুরু হয়েছে। তবুও দুবাই স্টেডিয়ামে সমস্ত টিকিট বিক্রি হয়ে গিয়েছে। 

টস কেন গুরুত্বপূর্ণ?
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই মাঠে ভারতীয় দল যে ১০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, তার মধ্যে ৪টিতে টস জিতেছে এবং ম্যাচও জিতেছে। এর অর্থ হল, এই মাঠে যখনই ভারতীয় দল কোনও টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে টস জিতেছে, তখনই তারা ম্যাচটিও জিতেছে।

এই মাঠে খেলা বাকি ৬টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারতীয় দল টস জিততে পারেনি। এই সময়ের মধ্যে, টস হেরে গেলেও, তারা ২টি ম্যাচে জয়লাভ করে, এবং চারটিতে পরাজয়ের সম্মুখীন হয়। তবে, এই মাঠে খেলা ৯৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে, টস জিতেছে এমন দল ৫৫ বার জয়লাভ করে। যেখানে ৪০টি ম্যাচে টস হেরেছে এমন দল জয়লাভ করে।

কেন এই ম্যাচ নিয়ে বিতর্ক?
ভারত-পাকিস্তানের এই ম্যাচ সবসময়ই খুব উত্তেজনাপূর্ণ। তবে পাকিস্তানের সঙ্গে ভারতের খেলা উচিত ছিল না। এমনটাই মনে করেন পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার শিকার শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশণ্য দ্বিবেদী। তাঁর কথায়,'পহেলগাঁওয়ে হিন্দু জেনে মারা হয়েছে। ওই ২৬ পরিবারের প্রতি কোনও আবেগ নেই বিসিসিআইয়ের।  ১-২ জন ক্রিকেটার ছাড়া, কেউই পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করার কথা বলার জন্য এগিয়ে আসেননি'।
 

ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, রিংকু সিং, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, নীতিশ রানা, রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা।

পাকিস্তান দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফখর জামান, হ্যরিস রউফ, হাসান আলি, হুসেইন তালাত, হাসান নওয়াজ, খুশদিল শাহ, মহম্মদ হারিস, মহম্মদ নওয়াজ, মহম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শাহীন আফ্রিদি, সুফিয়ান মুকিম, সাইম আইয়ুব, সাহেবজাদা ফারহান, ফাহিম আশরাফ। 

Advertisement

POST A COMMENT
Advertisement