Asia Cup 2025 Ind vs Sl: নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে বুমরা, শ্রীলঙ্কা ম্যাচে ভারতের দল কেমন?

সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবুও ভারতের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ, এই ম্যাচে হয়ত ভারত কিছুটা পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবে। সেক্ষেত্রে ভারতীয় দলে বদল আসার সম্ভাবনা আছে। কারণ সামনেই টি২০ বিশ্বকাপও রয়েছে। ফলে সবাইকে দেখে নিতে চাইবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

Advertisement
নিয়মরক্ষার ম্যাচে বিশ্রামে বুমরা, শ্রীলঙ্কা ম্যাচে ভারতের দল কেমন?

সুপার ফোরের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে নামছে ভারত। এই ম্যাচ কার্যত নিয়মরক্ষার। তবুও ভারতের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ কারণ, এই ম্যাচে হয়ত ভারত কিছুটা পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটবে। সেক্ষেত্রে ভারতীয় দলে বদল আসার সম্ভাবনা আছে। কারণ সামনেই টি২০ বিশ্বকাপও রয়েছে। ফলে সবাইকে দেখে নিতে চাইবে টিম ইন্ডিয়া ম্যানেজমেন্ট।

এশিয়া কাপে ভারত দুর্দান্ত ফর্মে আছে। সব ম্যাচই বড় ব্যবধানে জিতেছে। সুযোগ পেতে পারেন পেসার আর্শদীপ সিং। জায়গা পেতে পারেন রিঙ্কু সিংও। সেক্ষেত্রে জসপ্রীত বুমরাকে সম্ভবত বিশ্রাম দেওয়া হবে। গ্রুপ পর্বেও ওমানের বিরুদ্ধে বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অর্থাৎ সাধারণত জয়ী দলে বদল করা হয় না। কিন্তু মাঠ, পরিবেশ ও প্রতিপক্ষ দেখে তাতে কিছু বদল হতে পারে। এশিয়া কাপে পর পর ম্যাচ খেলতে হচ্ছে। সেই কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি বদল হতে পারে ভারতীয় দলে। 

সঞ্জু স্যামসন, অধিনায়ক সূর্যকুমার যাদব মোটেই রান পাননি। এদিন তাঁরা ব্যাটিং অর্ডারে উপরের দিকে আসতে পারেন। দুই ওপেনারের মধ্যে কাউকে বিশ্রাম দিয়ে তার পরিবর্তে সঞ্জুকে দিয়ে ওপেন করানো হতে পারে। দুশ্চিন্তার মেঘ ঘনাচ্ছে ফিল্ডিং নিয়ে। চলতি এশিয়া কাপে সবচেয়ে বেশিবার ক্যাচ মিস করেছেন অভিষেক শর্মারা। পরিসংখ্যান বলছে, চলতি এশিয়া কাপে এখনও পর্যন্ত ১২টি ক্যাচ ছেড়েছে ভারত। গত রবিবার ভারত বনাম পাকিস্তান ম্যাচে চারটি ক্যাচ ভারতীয় ফিল্ডারদের হাতছাড়া হয়। বুধবার বাংলাদেশ ম্যাচে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচে। ফলে চিন্তা থাকছেই।

তবুও টুর্নামেন্টকে বিদায় জানানোর আগে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জ্বলে ওঠার লক্ষ্য নিয়েই মাঠে নামবেন ওয়েলালাগে, নিশাঙ্কারা। দুবাইতে  দুষ্মন্ত চামিরার বদলে চামিকা করুণারত্নেকে সুযোগ দিতে পারেন কোচ জয়সূর্য। তাঁর ব্যাটিং দক্ষতা বাড়তি গভীরতা যোগ করতে পারে শ্রীলঙ্কার একাদশে।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), কামিল মিশারা, কুশল পেরেরা, চরিথ আসালঙ্কা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ তীক্ষণা।

Advertisement

ভারতের সম্ভাব্য একাদশ- অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, শিবম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হার্ষিত রানা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

 

POST A COMMENT
Advertisement