Asia Cup 2025 Ind vs UAE: ২৭ বলেই লক্ষ্যপূরণ, ৯ উইকেটে জিতে এশিয়া কাপ শুরু ভারতের

এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে জয় পেল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। টস জিতে ভারত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে UAE দল মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। কুলদীপ যাদব ৪ উইকেট এবং শিবম দুবে ৩ উইকেট পান। জবাবে, ভারতীয় দল ৫ম ওভারেই এই স্কোর তাড়া করে।

Advertisement
২৭ বলেই লক্ষ্যপূরণ, ৯ উইকেটে জিতে এশিয়া কাপ শুরু ভারতের

এশিয়া কাপ ২০২৫-এর দ্বিতীয় ম্যাচে টিম ইন্ডিয়া সংযুক্ত আরব আমিরশাহিকে ৯ উইকেটে হারিয়ে জয় পেল ভারত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। টস জিতে ভারত প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে UAE দল মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায়। কুলদীপ যাদব ৪ উইকেট এবং শিবম দুবে ৩ উইকেট পান। জবাবে, ভারতীয় দল ৫ম ওভারেই এই স্কোর তাড়া করে।

UAE প্রথমে ব্যাট করতে নেমে প্রথম উইকেট পড়ে যায় ২৬ রানে। কিন্তু ৩১ রানে ৯ উইকেট হারায়। এই ম্যাচে কুলদীপ ৪ উইকেট নেন এবং শিবম দুবে ৩ উইকেট নেন। ৫৮ রানের জবাবে, ভারতীয় দল অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান, গিলের ৯ বলে ২০ রানের ইনিংসের পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব ৭ রান করে অপরাজিত থাকেন। ৪.৩ ওভারে রান তাড়া করে। ভারতের পরবর্তী ম্যাচটি ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে।

৩০ রান করে আউট হন অভিষেক

দারুণ শুরু ভারতের। ৩০ রান করে আউট হলেন অভিষেক। 

৫৭ রানে অলআউট UAE

একাই ৪ উইকেট কুলদীপের। ৩ উইকেট তুলে নেন শিবম দুবে। সবচেয়ে বড় কথা হল, শুরুটা কিছুটা ভাল হলেও, পরপর উইকেট হারায় আরব আমিরশাহি।  

পর পর উইকেট হারাল UAE

আট উইকেট হারিয়ে ফেলেছে UAE। ৫৪ রানে আট উইকেট হারায় তারা। ভারতের হয়ে ৩ স্পিনারই উইকেট তুলে নিয়েছেন। অনেকদিন পর ৩ উইকেট কুলদীপের। ভারতের বোলিং-এর সামনে দাঁড়াতেই পারছেন না আরব আমিরশাহির ব্যাটাররা। 

পাওয়ার প্লেতে ২ উইকেট ভারতের

ভাল শুরু করেছিল UAE। তবে নিজের দ্বিতীয় ওভারে এসে ইয়র্কার বলে বোল্ড করেন আলিশান শরাফুকে (১৭ বলে ২২)। এরপরেই উইকেট নেন বরুণ চক্রবর্তী। ২৯ রানে ২ উইকেট হারায় UAE।    

ভারত (প্লেয়িং ইলেভেন): অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরা, বরুণ চক্রবর্তী।

সংযুক্ত আরব আমিরশাহি (প্লেয়িং ইলেভেন): মহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, মহম্মদ জোহাইব, রাহুল চোপড়া, আসিফ খান, হর্ষিত কৌশিক, হায়দার আলী, ধ্রুব পরাশর, মহম্মদ রোহিদ খান, জুনায়েদ সিদ্দিকী, সিমর নজিৎ সিং।

Advertisement

ভারতের স্কোয়াড ভারত: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, আরশদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হারিকে সিং (উইকেটরক্ষক), রশিদ সিং,  বুমরা ও বরুণ চক্রবর্তী।

সংযুক্ত আরব আমিরশাহি: মুহম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডিসুজা, হায়দার আলি, হর্ষিত কৌশিক, জুনায়েদ সিদ্দিকী, মতিউল্লাহখান, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, মুহম্মদ রোহিদ খান, সিমরনজিৎ সিং, সাগির খান, মুহম্মদ ফারুক ও মহম্মদ জাহাউল্লাহ।

POST A COMMENT
Advertisement