Asia Cup 2025: চ্যাম্পিয়ন হতেই এশিয়া কাপে যাচ্ছে দল, হুঙ্কার বাংলাদেশের তারকার

এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হতেই নামছে বাংলাদেশ (Bangladesh Cricket)। জানিয়ে দিলেন দলের উইকেটকিপার ব্যাটার জাকের আলি (Jaker Ali)। ইতিমধ্যেই তারা এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা এ মাসেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মনে করা হচ্ছে আসন্ন সিরিজে খেলা দলটাই ধরে রাখবে বাংলাদেশ।

Advertisement
চ্যাম্পিয়ন হতেই এশিয়া কাপে যাচ্ছে দল, হুঙ্কার বাংলাদেশের তারকার

এশিয়া কাপে (Asia Cup 2025) চ্যাম্পিয়ন হতেই নামছে বাংলাদেশ (Bangladesh Cricket)। জানিয়ে দিলেন দলের উইকেটকিপার ব্যাটার জাকের আলি (Jaker Ali)। ইতিমধ্যেই তারা এশিয়া কাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তারা এ মাসেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে। এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে মনে করা হচ্ছে আসন্ন সিরিজে খেলা দলটাই ধরে রাখবে বাংলাদেশ।

৩ বার রানার্স হয়েছে বাংলাদেশ 
এখনও পর্যন্ত একবারও এশিয়া কাপ জিততে পারেনি বেঙ্গল টাইগাররা। ১৫ বার তারা খেলেছে এই টুর্নামেন্ট। তবে বাংলাদেশের সেরা পারফরম্যান্স রানার্স হওয়া। সেটা হয়েছিল ২০১২, ২০১৬ ও ২০১৮ সালে। তবে ট্রফি জেতার স্বাদ পাননি তাঁরা। ২০২৩ সালে সুপার ফোরে উঠে আসলেও, বাংলাদেশ হেরে যায়।

এশিয়া কাপে বড় লক্ষ্যের দিকে বাংলাদেশ
এশিয়া কাপের জন্য বাংলাদেশ এ বার তাদের পরিশ্রমের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। ঢাকার পাশাপাশি সিলেটকেও অনুশীলনের জন্য বেছে নিয়েছে BCB। তারই মাঝে জাকের আলি সাংবাদিক বৈঠকে বলেন, 'ব্যক্তিগতভাবে এ বার আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। ড্রেসিংরুমে সবাই বিশ্বাস করে এশিয়া কাপ জেতা সম্ভব।' প্রত্যেক বিশ্বকাপ বা এশিয়া কাপের আগে একই সুর শোনা যায় বাংলাদেশ ক্রিকেট দলের প্লেয়ারদের মুখ থেকে। কিন্তু সেখানেই শেষ। এশিয়া কাপে বাংলাদেশ বলার মতো পারফর্ম করলেও তারা বিশ্বকাপে কিছু করতে পারেনি। একাধিকবার অধিনায়ক বদল করেও তাদের ছবি বদলায়নি।

সাম্প্রতিক ফর্ম
২০২৪ সালের বিশ্বকাপে বাংলাদেশ শেষ আটে প্রবেশ করলেও তার পর আর এগোতে পারেনি। সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের কাছে হেরে যায় তারা। সেই বছর টি-টোয়েন্টি সিরিজ়ে বাংলাদেশ ভারতের কাছে ৩-০ তে হেরে যায়। ২০২৫ সালে সংযুক্ত আবর আমিরশাহী ও পাকিস্তানের বিরুদ্ধেও একই ছবি। শ্রীলঙ্কার বিরুদ্ধে অবশ্য ২-১ এ জেতে। চলতি বছর পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে অবশ্য তারা জেতে। 

POST A COMMENT
Advertisement