India Pakistan Cricket: এশিয়া কাপ হবে? পাকিস্তান তো বটেই, বাংলাদেশ সফরও বাতিল করতে পারে BCCI

বিসিসিআই-এর এই সিদ্ধান্তের ফলে শুধু এশিয়া কাপ নয়, ধাক্কা খেতে পারে ভারতের বাংলাদেশ সফরও। অগাস্ট মাসের ১৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের।

Advertisement
এশিয়া কাপ হবে? পাকিস্তান তো বটেই, বাংলাদেশ সফরও বাতিল করতে পারে BCCIভারত-পাকিস্তান ক্রিকেট ঘিরে অনিশ্চয়তা
হাইলাইটস
  • ধাক্কা খেতে পারে ভারতের বাংলাদেশ সফরও
  • এতটা তিক্ততা আগে দেখা যায়নি
  • ক্রিকেট ক্যালেন্ডার বেশ বড় রকমের বদলের মুখে

সংঘর্ষের আবহে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ একেবারে অনিশ্চয়তার অন্ধকারে। বর্তমান পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) সম্ভবত সেপ্টেম্বরে এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না। এমনকী বাংলাদেশ ট্যুরও বাতিল করতে পারে বিসিসিআই। ২০২৫ সালের এশিয়া কাপের আয়োজক দেশ ভারত। ভারত-পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে বড় ধাক্কা খেল ক্রিকেট বিশ্ব। চলতি বছরের সেপ্টেম্বর মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ ২০২৫, কিন্তু এখন সেটা বাতিল হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ, বিসিসিআই ইঙ্গিত দিয়েছে, ওই সময় আইপিএল ২০২৫-এর বাকি থাকা ১৬টি ম্যাচ অনুষ্ঠিত হতে পারে।

ধাক্কা খেতে পারে ভারতের বাংলাদেশ সফরও

এদিকে পাকিস্তানের বিরুদ্ধে ভারত জুড়ে হামলার ঘটনার পর বিসিসিআই ইতিমধ্যেই IPL 2025 একসপ্তাহ পিছিয়ে দিয়েছে। ৫৮টি ম্যাচ হয়ে গিয়েছিল, তারপরেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। শেষ ম্যাচটি ছিল পঞ্জাব বনাম দিল্লির মধ্যে, যেটা ধরমশালায় খেলা হওয়ার কথা ছিল, কিন্তু আলো বন্ধ হয়ে যাওয়ার কারণে ম্যাচটি বাতিল করা হয়। 

বিসিসিআই-এর এই সিদ্ধান্তের ফলে শুধু এশিয়া কাপ নয়, ধাক্কা খেতে পারে ভারতের বাংলাদেশ সফরও। অগাস্ট মাসের ১৭ তারিখ থেকে ৩১ তারিখ পর্যন্ত বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। কিন্তু সেই সফরও বাতিল হতে পারে বলে খবর, যাতে ওই সময় থেকেই IPL-এর প্রস্তুতি শুরু করা যায়। ভারতের তরফে বারবারই বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে বর্তমানে কোনও ধরনের ক্রিকেট খেলা সম্ভব নয়। এমনকি কোনও টুর্নামেন্টে তারা পাকিস্তানের সঙ্গে মুখোমুখি হতে চায় না। ফলে এশিয়া কাপের ভবিষ্যৎ কার্যত ঝুলেই রয়েছে। পাকিস্তান এই টুর্নামেন্টে খেলবে বলেই এমন একটি টুর্নামেন্ট ভারতের মাটিতে আয়োজন করাটা বিসিসিআই এখন আর মানসিকভাবে প্রস্তুত নয়।

এতটা তিক্ততা আগে দেখা যায়নি

ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েন নতুন কিছু নয়, কিন্তু এবারের মতো এতটা তিক্ততা আগে দেখা যায়নি। বিসিসিআই-এর কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছে যে, সামনের সময়ে ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ একেবারে দেখা যাবে না বললেই চলে। শুধু আইসিসি বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে যদি মুখোমুখি হতে হয়, তাহলে সেটাই ব্যতিক্রম হতে পারে। অন্যদিকে, ক্রিকেটপ্রেমীদের একটা বড় অংশ যদিও চাইছেন ভারত-পাকিস্তান ম্যাচ ফিরে আসুক, কারণ এই ম্যাচগুলির আলাদা একটা উত্তেজনা ও আকর্ষণ থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা এবং রাজনীতিই মুখ্য হয়ে উঠেছে।

Advertisement

ক্রিকেট ক্যালেন্ডার বেশ বড় রকমের বদলের মুখে

সব মিলিয়ে বলা যায়, ভারতীয় ক্রিকেট ক্যালেন্ডার বেশ বড় রকমের বদলের মুখে। এশিয়া কাপ বাতিল, বাংলাদেশের সফর স্থগিত—সব মিলিয়ে পরবর্তী কয়েক সপ্তাহে বড় ঘোষণার অপেক্ষায় রয়েছে ভারতীয় ক্রিকেট। আর এই বদলের পেছনে রয়েছে সীমান্তে রাজনৈতিক উত্তেজনা, যার প্রভাব সরাসরি পড়ছে মাঠের খেলাতেও। কবে স্বাভাবিক ছন্দে ফিরবে ভারতীয় ক্রিকেট, সেটা এখন লাখ টাকার প্রশ্ন।

POST A COMMENT
Advertisement