India VS Pakistan Asia Cup 2025: ছিঃ! সূর্যকুমারকে লেখার অযোগ্য গালি দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার, তাও টিভি শোয়ে

গত ১৪ সেপ্টেম্বর ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদব। অপারেশন সিঁদুরে পাকিস্তানের সব জঙ্গিঘাঁটি ধ্বংস করার পরে পহেলগাঁও হামলার জবাব মাঠেও দিয়েছে ভারতীয় দল। সূর্যকুমার হ্যান্ডশেক না করায় জ্বলে যাচ্ছে পাকিস্তানের।

Advertisement
ছিঃ! সূর্যকুমারকে লেখার অযোগ্য গালি দিলেন প্রাক্তন পাক ক্রিকেটার, তাও টিভি শোয়েসূর্যকুমার যাদব ও মহম্মদ ইউসুফ
হাইলাইটস
  • কী বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ?
  • ভারতীয় দল পাকিস্তান দলের সঙ্গে ম্যাচের শেষে হ্যান্ডশেক করেনি
  • পাইক্রাফ্টকে সরানোর দাবি 

এশিয়া কাপে ভারতের কাছে হারের জ্বালায় যা খুশি বলতে শুরু করল পাকিস্তান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, ভারতের T20 দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদবকে অকথ্য ভাষায় গালিগালাজও করতে শুরু করল পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার। একটি টিভি অনুষ্ঠানে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ সূর্যকুমার যাদবকে যে ভাষায় গালি দিলেন, তা লেখারও অযোগ্য। ইতিমধ্যেই ICC র থেকে বড়সড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রাফ্টকে সরিয়ে দেওয়ার যে দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড করেছিল, তা খারিজ করে দিয়েছে আইসিসি। 

কী বলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ ইউসুফ?

একাধিক সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই টিভি শো-তে সূর্যকুমার যাদবকে একাধিকবার 'শূকর' বলে গালি দিতে শোনা যায় মহম্মদ ইউসুফকে। প্রথমে তিনি তীব্র সমালোচা শুরু করে ভারতীয় দলের। তারপরেই মুখের ভাষা আরও খারাপ করতে শুরু করে দেন। অকথ্য গালি দিয়ে তিনি বুঝিয়ে দেন, তিনি সত্যিকারের পাকিস্তানি। বারবার শূকর বলতে শুরু করেন সূর্যকুমারকে। 

ভারতীয় দল পাকিস্তান দলের সঙ্গে ম্যাচের শেষে হ্যান্ডশেক করেনি

গত ১৪ সেপ্টেম্বর ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি সূর্যকুমার যাদব। অপারেশন সিঁদুরে পাকিস্তানের সব জঙ্গিঘাঁটি ধ্বংস করার পরে পহেলগাঁও হামলার জবাব মাঠেও দিয়েছে ভারতীয় দল। সূর্যকুমার হ্যান্ডশেক না করায় জ্বলে যাচ্ছে পাকিস্তানের। PCB র অভিযোগ ছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পায়ক্রাফ্টের জন্যই ভারতীয় দল পাকিস্তান দলের সঙ্গে ম্যাচের শেষে হ্যান্ডশেক করেনি। কিন্তু ICC সেই দাবি একেবারেই উড়িয়ে দিয়েছে। এমনকী পিসিবি-র হুঁশিয়ারি, অ্যান্ডি পাইক্রাফ্টকে না সরালে তারা ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ম্যাচ পাকিস্তান বয়কট করবে। 

পাইক্রাফ্টকে সরানোর দাবি 

ভারত পাকিস্তান ম্যাচের পর পিসিবির সভাপতি এবং বর্তমান এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, 'আমার দেশের সম্মানের থেকে বেশি আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ নয়।' আইসিসির কাছে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টের নামে অভিযোগ জানায় পিসিবি। টসের পর দুই অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সলমন আগার মধ্যে নিয়মমাফিক হ্যান্ডশেক হয়নি। 

Advertisement

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চিঠিতে বলা হয়, 'আইসিসির নিয়োগ করা নিরপেক্ষ ম্যাচ কমিশনার এই আচরণের সমর্থন করেছে। যা ক্রিকেটের নিয়মের বিরুদ্ধে। ম্যাচ রেফারি নিজের দায়িত্ব পালন করতে পারেনি। দুই অধিনায়ক এবং দুই দেশের মধ্যে সম্মান বজায় রাখতে পারেনি। দুই অধিনায়ককে হ্যান্ডশেক করতে বাধ্য করা উচিত ছিল।'

POST A COMMENT
Advertisement