Asia Cup 2025 Delhi Protest: ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দিল্লির কনট প্লেসে হাঙ্গামা, খেলা দেখানোয় বিক্ষোভ

Asia Cup 2025 Delhi Protest: দিল্লির কনট প্লেসে অবস্থিত মাই স্কয়ার বার-এ ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ম্যাচের সম্প্রচারের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, কিছু ব্যবসায়ী মুনাফার জন্য এই ম্যাচ দেখাচ্ছে, অথচ দেশ সন্ত্রাসবাদ এবং সীমান্তে শহিদদের সমস্যায় জর্জরিত। বিক্ষোভ চলাকালে লোকেরা হাতে প্ল্যাকার্ড ও তিরঙ্গা নিয়ে স্লোগান দিচ্ছিল।

Advertisement
ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দিল্লির কনট প্লেসে হাঙ্গামা, খেলা দেখানোয় বিক্ষোভভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দিল্লির কনট প্লেসে হাঙ্গামা, খেলা দেখানোয় বিক্ষোভ

Asia Cup 2025 Delhi Protest: দিল্লির একটি বারে ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ম্যাচের সম্প্রচারের বিরুদ্ধে জোরদার প্রতিবাদ হচ্ছে। বিক্ষোভকারীদের অভিযোগ, কিছু ব্যবসায়ী মুনাফার জন্য এই ম্যাচ দেখাচ্ছে, যা দেশের জন্য অনৈতিক।

দিল্লির কনট প্লেসে অবস্থিত মাই স্কয়ার বার-এ ভারত ও পাকিস্তানের মধ্যে এশিয়া কাপ ম্যাচের সম্প্রচারের বিরুদ্ধে জোরদার বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা অভিযোগ করছেন, কিছু ব্যবসায়ী মুনাফার জন্য এই ম্যাচ দেখাচ্ছে, অথচ দেশ সন্ত্রাসবাদ এবং সীমান্তে শহিদদের সমস্যায় জর্জরিত। বিক্ষোভ চলাকালে লোকেরা হাতে প্ল্যাকার্ড ও তিরঙ্গা নিয়ে স্লোগান দিচ্ছিল।

বিক্ষোভ চলাকালে লোকেরা হাতে প্ল্যাকার্ড ও তিরঙ্গা নিয়ে “ইনকিলাব জিন্দাবাদ” স্লোগান দিচ্ছিল। বিক্ষোভকারীরা সরকার ও ব্যবসায়িক স্বার্থ নিয়ে প্রশ্ন তুলছিল। এই বিক্ষোভের ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে মানুষ সরকার ও ব্যবসায়িক স্বার্থের প্রতি তাদের ক্ষোভ প্রকাশ করছে।

সৌরভ ভরদ্বাজের আক্রমণ
আম আদমি পার্টির নেতা ও দিল্লির প্রাক্তন নগরোন্নয়ন মন্ত্রী সৌরভ ভারদ্বাজ এক্স-এ (টুইটার) এই ঘটনার একটি ভিডিও শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হচ্ছে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, “আজ দিল্লির কনট প্লেসে মাই স্কয়ার বারে ম্যাচের বিরুদ্ধে প্রতিবাদ চলছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখিয়ে টাকা কামানো। যারা পাহেলগামে মারা গেল, দেশের সীমান্তে শহিদ হলো, তাদের চিন্তা নেই না সরকারের, না কিছু ব্যবসায়ীর। ইনকিলাব জিন্দাবাদ।”

‘সম্প্রচার থেকে মুনাফা অনৈতিক’
বিক্ষোভকারীদের দাবি, দেশ সন্ত্রাসবাদ ও সীমান্তে শহিদদের সমস্যায় জর্জরিত, এমন সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ দেখিয়ে মুনাফা কামানো অনৈতিক। তারা সরকারের কাছে দাবি করেছে, এ ধরনের আয়োজন বন্ধ করা হোক এবং শহিদ পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করা হোক।

এছাড়াও, ম্যাচের আগে কংগ্রেস নেতা অভিষেক দত্ত তার সমর্থকদের নিয়ে হাতে মোমবাতি নিয়ে ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় লোকেরা বিসিসিআই এবং পাকিস্তানের বিরুদ্ধে জোরালো স্লোগান দেয়।

অন্যদিকে, বিক্ষোভের পর প্রশাসন নিরাপত্তা বজায় রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করেছে। যদিও কোনো অপ্রিয় ঘটনার খবর পাওয়া যায়নি। এই ঘটনা আবারও রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে উস্কে দিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement