Asia Cup 2025: সূর্যকুমার-গম্ভীর জুটি কেমন? ড্রেসিংরুমের বড় সিক্রেট ফাঁস সঞ্জুর

ক্রিকেটারদের বেশি স্বাধীনতা দেয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপের সুপার ফোরের বড় ম্যাচের আগে ড্রেসিংরুমের গল্প শেয়ার করেছেন উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ-পর্বের জয়ের পর বিসিসিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে, স্যামসন জানিয়েছেন আরও স্বাধীনভাবে নিজেদের প্রকাশের স্বাধীনতা দেয় এই জুটি।

Advertisement
সূর্যকুমার-গম্ভীর জুটি কেমন? ড্রেসিংরুমের বড় সিক্রেট ফাঁস সঞ্জুরটিম ইন্ডিয়া

ক্রিকেটারদের বেশি স্বাধীনতা দেয় ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও কোচ গৌতম গম্ভীর। এশিয়া কাপের সুপার ফোরের বড় ম্যাচের আগে ড্রেসিংরুমের গল্প শেয়ার করেছেন উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন। ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের গ্রুপ-পর্বের জয়ের পর বিসিসিআই-এর শেয়ার করা একটি ভিডিওতে, স্যামসন জানিয়েছেন আরও স্বাধীনভাবে নিজেদের প্রকাশের স্বাধীনতা দেয় এই জুটি।

স্যামসন বলেন, 'আমাদের দলের নেতা সূর্য এবং গৌতি ভাইয়া (গৌতম গম্ভীর) যে পরিবেশ বজায় রেখেছেন তার জন্য পুরো কৃতিত্বটাই তাদের। খুব ঠান্ডা একটা পরিবেশ। যেখানে সকলেই সমান। সবাইকে সমান গুরুত্ব দেওয়া হয়।' এমন পরিবেশ খেলোয়াড়দের সেরাটা বের করে আনে। মনে করেন সূর্য। বলেন, 'আমি মনে করি এটি সত্যিই আপনার সেরাটা বের করে আনে এবং এই ফর্ম্যাটে এটাই গুরুত্বপূর্ণ। খুব স্বাধীন এবং দায়িত্বশীল হওয়া গুরুত্বপূর্ণ।'

ওমানের বিরুদ্ধে স্যামসনকে ৩ নম্বরে আনা হয়েছিল, তাঁর দারুণ হাফ সেঞ্চুরিতেই দলের রান। তিনি এই সুযোগের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কোচ ও ক্যাপ্টেনকে। তাঁর ইনিংস সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, 'সত্যি বলতে, পিচে সময় কাটানোর সুযোগ পেয়ে আমি খুবই কৃতজ্ঞ। আমি ঘরের মাঠে কয়েকটা ম্যাচ খেলেছি। কিন্তু এশিয়া কাপের মতো সময় সেটা স্পেশাল।'

স্যামসন স্বীকার করেছেন যে ওমান শুরু থেকেই ভারতকে চ্যালেঞ্জ জানিয়েছে। সঞ্জু বলেন, 'আমার মনে হয় ওমান পাওয়ারপ্লেতে ভালো বোলিং করেছে, ওরা আমাদের চেয়ে পরিস্থিতি ভালো জানত। তাই আমাদের কিছুটা সময় নিতে হয়েছিল।' ভারত সুপার-৪ পর্যায়ে পৌঁছে গিয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর ফর্ম বিরাট ফ্যাক্টর হতে পারে। 

POST A COMMENT
Advertisement