Asia Cup 2025: UAE ম্যাচে ৩ উইকেট, মর্কেলের কোন টিপসে সফল 'বোলার' শিবম?

বুধবার এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে (United Arab Emirates) ৯ উইকেটে পর্যুদস্ত করার পরে আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে প্রথম ম্যাচের পরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শিবম দুবে (Shivam Dube)। ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও, বল করতে গিয়ে নিজের জাত চিনিয়েছেন শিবম।

Advertisement
UAE ম্যাচে ৩ উইকেট, মর্কেলের কোন টিপসে সফল 'বোলার' শিবম?    শিবম দুবে, মর্নে মর্কেল ও গৌতম গম্ভীর

বুধবার এশিয়া কাপে (Asia Cup 2025) নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরশাহীকে (United Arab Emirates) ৯ উইকেটে পর্যুদস্ত করার পরে আগামী রবিবার দ্বিতীয় ম্যাচে ভারতের প্রতিপক্ষ চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তবে প্রথম ম্যাচের পরে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে শিবম দুবে (Shivam Dube)। ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও, বল করতে গিয়ে নিজের জাত চিনিয়েছেন শিবম।

কীভাবে নিজের বোলিং ধারাল করলেন শিবম?
আরব আমিরশাহীর বিরুদ্ধে রিঙ্কু সিং-এর (Rinku Singh) আগে প্রথম একাদশে জায়গা পেয়েছিলেন তিনি। আর সেই সিদ্ধান্ত যে কতটা ঠিক তা ম্যাচে তিনটি উইকেট নিয়ে প্রমাণ করে দেন দুবে। ম্যাচ শেষে নিজের সাফল্যের জন্য দলের বোলিং কোচ মর্নি মর্কেলকেই (Morne Morkel) কৃতিত্ব দিলেন শিবম। তিনি বলেন, 'ইংল্যান্ড সিরিজ শেষ হওয়ার পরে দেশে ফেরার পর থেকেই, আমার সঙ্গে দীর্ঘক্ষণ ছিল মর্নি। ও আমাকে বেশ কিছু পরামর্শ দিয়েছিল। আমিও সেগুলো নিয়ে যথেষ্ট খেটেছি। ও সব সময় আমাকে অফ স্ট্যাম্পের বাইরে একটা নির্দিষ্ট লাইনে বল করতে বলেছে। আমি সেটাই করার চেষ্টা করেছি।' 

শুধু সঠিক জায়গায় বল করে জাওয়াই নয়, টি২০ ক্রিকেটে বোলারদের অন্যতম অস্ত্র স্লোয়ার বল কীভাবে করতে হয় তাও হাতে ধরে শিখিয়েছেন দলের বোলিং কোচ। বলেন, 'পাশাপাশি স্লোয়ার বল কীভাবে করতে হয় সেটাও আমাকে ও হাতে ধরে শিখিয়েছে। সেজন্য আমার রান আপেও অল্প বদল আনতে বলেছিল মর্নি।' আর এই টিপস শুনেই এল এই দারুণ সাফল্য।

কেন প্রথম ম্যাচে শিবমকে জায়গা দেওয়া হয়?
প্রসঙ্গত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচে যেহেতু কিছুটা হলেও ঘাস ছিল তাই রিঙ্কুর থেকে এই ম্যাচে প্রথম একাদশে আসার অগ্রাধিকার পান দুবে। আর তাতেই সাফল্য। মনে করা হচ্ছে যেহেতু, পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটিও এই একই পিচে খেলা হবে তাই সেই ম্যাচেও প্রথম একাদশে থাকার সম্ভাবনা রয়েছে শিবমের। ফলে এই ম্যাচেও তাঁর অলরাউন্ড পারফরম্যান্স দেখার সুযোগ পাবেন ক্রিকেট প্রেমীরা। 

Advertisement

POST A COMMENT
Advertisement