Asia Cup 2025 Sri Lanka vs Bangladesh: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে বিশাল হার বাংলাদেশের, নিজের দেশেই ট্রোলড টাইগাররা

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ৬ উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হল বেঙ্গল টাইগার্সদের। এই ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৩৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।

Advertisement
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেটে বিশাল হার বাংলাদেশের, নিজের দেশেই ট্রোলড টাইগাররা শ্রীলঙ্কার পথুম নিসাঙ্কা (আর) অ্যাকশনে

শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে হেরে গেল বাংলাদেশ। ৬ উইকেটে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হল বেঙ্গল টাইগার্সদের। এই ম্যাচে টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৩৯ রান করে। জবাবে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। 

শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ
প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা খুবই খারাপ হয়েছিল। প্রথম ওভারেই তানজিদ খাতা না খুলে আউট হয়ে গেলে বাংলাদেশ বড় ধাক্কা খায়। এর পরের ওভারেই পারভেজ ইমনও উইকেট হারান। পঞ্চম ওভারে বাংলাদেশ তৃতীয় ধাক্কা খায়, মাত্র ১১ রানে। এরপর লিটন দাস কিছু ভালো শট খেলেন কিন্তু অষ্টম ওভারে বাংলাদেশ চতুর্থ ধাক্কা খায়, মাত্র ৩৮ রানে। এরপর দশম ওভারে লিটন দাসও আউট হন। লিটন ২৮ রান করেন। এরপর শামীম ও জাকের আলীর মধ্যে ভালো জুটি তৈরি হয়, যার ভিত্তিতে বাংলাদেশ শ্রীলঙ্কার সামনে ১৪০ রানের লক্ষ্য নির্ধারণ করে।

শুরুতে ধাক্কা খেলেও জয় পায় শ্রীলঙ্কা
১৪০ রানের লক্ষ্যমাত্রার জবাবে মাঠে নামা শ্রীলঙ্কার শুরুটা ভালো হয়নি। দ্বিতীয় ওভারেই প্রথম ধাক্কা খায় কুশল মেন্ডিস ৩ রান করে আউট হয়ে যান। কিন্তু এরপর কামিল এবং পাখুম নিসাঙ্কার মধ্যে দুর্দান্ত জুটি তৈরি হয়। দুজনেই ৯০ রানেরও বেশি জুটি গড়েন। কিন্তু ১১তম ওভারে, শ্রীলঙ্কা দ্বিতীয় ধাক্কা খায় যখন পাখুম নিসাঙ্কা ৫০ রান করে আউট হন। কিন্তু কামিল মিশারা এক প্রান্তে দাঁড়িয়ে থাকেন। মিশারার ৪৬ রানের ইনিংসের ভিত্তিতে, শ্রীলঙ্কা ১৫তম ওভারেই তাড়া করে ফিরে যায়। এটি প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার জয়।

বাংলাদেশের প্লেয়িং-১১: বাংলাদেশ (প্লেয়িং একাদশ): পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তৌহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা প্লেয়িং ইলেভেন: পথুম নিসাঙ্কা, কুসল মেন্ডিস, কামিল মিশারা, কুসল পেরেরা, চরিত আসলাঙ্কা, কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্থা চামেরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা।

Advertisement

POST A COMMENT
Advertisement