Asia Cup 2025: ব্যাটার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, ফেরত আনলেন সূর্যকুমার, হঠাৎ কী হল?

এশিয়া কাপে দারুণ শুরু করেছে ভারত। ৯ উইকেটে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জেতার মধ্যেই মনও জয় করল টিম ইন্ডিয়া। শিবম দুবের ওভারে এমন একটি ঘটনা ঘটে যা সূর্যকুমার যাদবের মহত্ত্বকে ফুটিয়ে তোলে।

Advertisement
ব্যাটার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছিলেন, ফেরত আনলেন সূর্যকুমার, হঠাৎ কী হল?সূর্যকুমার যাদব

এশিয়া কাপে দারুণ শুরু করেছে ভারত। ৯ উইকেটে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জেতার মধ্যেই মনও জয় করল টিম ইন্ডিয়া। শিবম দুবের ওভারে এমন একটি ঘটনা ঘটে যা সূর্যকুমার যাদবের মহত্ত্বকে ফুটিয়ে তোলে।

কী ঘটেছে? 
১৩তম ওভারে শিবম দুবে যখন বল করছিলেন তখন অদ্ভুত একটা জিনিস দেখা গেল। জুনায়েদ সিদ্দিকী দুবের শর্ট পিচ বলটি টানতে গিয়ে পুরোপুরি মিস করেন। এর পরে, তিনি ক্রিজ থেকে বেরিয়ে আসেন এবং কিপার স্যামসন সরাসরি উইকেটে আঘাত করেন। সংযুক্ত আরব আমিরাশাহির ব্যাটার তখন ক্রিজের বাইরে ছিলেন।

সূর্যকুমার আপিল প্রত্যাহার করেন
ভারতীয় দল আপিল করে। বিষয়টি থার্ড আম্পায়ারের কাছে যায় এবং তিনি ব্যাটারকে ক্রিজের বাইরে দেখতে পেয়ে তাকে আউট ঘোষণা করেন। তবে, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব আপিল প্রত্যাহার করেন। এটাই মন জিতে নয় ক্রীড়ানুরাগীদের। ব্যাটারকে খেলা চালিয়ে যাওয়ার সুযোগ দেন। তবে, দুই বলে পরেই ব্যাটসম্যান সূর্যের হাতে ধরা পড়েন।

প্রথমে ব্যাট করতে নেমে সংযুক্ত আরব আমিরশাহি ১৩.১ ওভারে ৫৭ রানে অলআউট হয়ে যায়। মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের গণ্ডি পার করতে পারেন। কুলদীপ যাদব মারাত্মক বোলিং করেন। UAE প্রথমে ব্যাট করতে নেমে প্রথম উইকেট পড়ে যায় ২৬ রানে। কিন্তু ৩১ রানে ৯ উইকেট হারায়। এই ম্যাচে কুলদীপ ৪ উইকেট নেন এবং শিবম দুবে ৩ উইকেট নেন।  

লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ২৭ বলে অর্থাৎ ৪.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান করে ম্যাচটি জিতে নেয়। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান, গিলের ৯ বলে ২০ রানের ইনিংসের পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদব ৭ রান করে অপরাজিত থাকেন। ৪.৩ ওভারে রান তাড়া করে। ভারতের পরবর্তী ম্যাচটি ১৪ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে। ফলে পরের ম্যাচ বেশ কঠিন হবে বলেই আশা করা যায়।

POST A COMMENT
Advertisement