এশিয়া কাপ ২০২৫-এর ট্রফি নিয়ে শুরু হয়েছে নতুন জটিলতা। ডুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। কিন্তু ম্যাচের এতদিন পরেও ট্রফি এখনও পর্যন্ত ভারতীয় দলের হাতে এসে পৌঁছায়নি।
বোর্ড সূত্রে খবর, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI) আশা করছে আগামী এক-দু’দিনের মধ্যেই ট্রফিটি তাদের কর্পোরেট অফিসে এসে পৌঁছাবে। তবে যদি তাতেও কোনও সমাধান না হয়, তাহলে ৪ নভেম্বর আইসিসির (আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল) বৈঠকে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানাতে পারে বোর্ড।
এই পুরো বিতর্কের সূত্রপাত ফাইনাল ম্যাচের পর। ভারতীয় দল পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মোহসিন নকভি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) কর্মকর্তাদের কাছ থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। সেই থেকেই ট্রফি হস্তান্তর প্রক্রিয়া আটকে আছে বলে সূত্রের খবর।
বোর্ডের অভ্যন্তরীণ মহলে জোর আলোচনা, দু’দেশের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের কারণেই এই বিলম্ব ঘটেছে। তবে ভারতীয় বোর্ড আশাবাদী, আলোচনার মাধ্যমে আগামী কয়েক দিনের মধ্যেই ট্রফি ভারতের হাতে তুলে দেওয়া হবে।
উল্লেখযোগ্য, ফাইনালের দিন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানি অধিনায়ক সালমান আশা’র মধ্যে মাঠে উত্তপ্ত মুহূর্ত তৈরি হয়েছিল। দু’জনের মধ্যে হাত না মেলানো নিয়েও বিস্তর বিতর্ক ছড়ায়। সেই ঘটনাই ট্রফি হস্তান্তর ঘিরে আরও জটিলতা তৈরি করেছে বলে মনে করছেন অনেকেই।
অন্যদিকে, ধর্মীয় বিশ্বাস অনুসারে জ্যোতিষীরা বলছেন, ভারতের বৃষ, কর্কট ও তুলা রাশির জাতকদের জন্য এই সময় বিশেষ শুভ। তাদের জীবনে নতুন সাফল্য, সম্মান ও সৌভাগ্যের দুয়ার খুলে যেতে পারে।
সব মিলিয়ে এশিয়া কাপ ট্রফি ঘিরে উত্তেজনা এখন চরমে। ভারতীয় বোর্ডের তরফে দাবি, শীঘ্রই ইতিবাচক সমাধান আসবে। আর একবার ট্রফি ঘরে ফিরলেই, আবারও উদযাপনে মাতবে গোটা দেশ।




