Asia Cup 2025: এশিয়া কাপের দলে সিরাজ নেই, অবাক ভারতের প্রাক্তন তারকা

এশিয়া কাপের দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ। বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এমনিতেই এশিয়া কাপে ১৫ জনের দল নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই নানা গলদ তুলে ধরতে শুরু করেছেন। এর মধ্যেই, হরভজন নিজের মত প্রকাশ করেছেন। জানিয়েছেন সিরাজ না থাকায় দল দুর্বল হয়ে গেল।

Advertisement
এশিয়া কাপের দলে সিরাজ নেই, অবাক ভারতের প্রাক্তন তারকাভারতের তারকা পেসার মোহাম্মদ সিরাজ এশিয়া কাপ ২০২৩ ট্রফি নিয়ে

এশিয়া কাপের দলে জায়গা পাননি মহম্মদ সিরাজ। বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। এমনিতেই এশিয়া কাপে ১৫ জনের দল নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই নানা গলদ তুলে ধরতে শুরু করেছেন। এর মধ্যেই, হরভজন নিজের মত প্রকাশ করেছেন। জানিয়েছেন সিরাজ না থাকায় দল দুর্বল হয়ে গেল।

সদ্য সমাপ্ত ইংল্যান্ড সিরিজে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সিরাজ। তাঁর বোলিং-এর উপর ভর করেই, ভারত ২-২ সিরিজ ড্র করে। তবে শূধু টেস্ট নয়, সীমিত ওভারের ক্রিকেটেও দারুণ ছন্দে দেখা গিয়েছে সিরাজকে। ১৬ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন তিনি। ইকোনমি ৭.৭৯। পাশাপাশি ২০২৫ সালের  আইপিএল-এ ১৫ ম্যাচে ১৬ উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। শুধু তাই নয় ১৫১টা ডট বলও করেছেন তিনি।

এই সমস্ত পরিসংখ্যান মাথায় রেখেই তাঁকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ভুল বলে মনে করছেন হরভজন। তাঁর ইউটিউব চ্যানেলে বলেন, 'আমার মনে হয় মহম্মদ সিরাজের নাম দলে থাকা উচিত ছিল। সাম্প্রতিক সিরিজে (ইংল্যান্ডের বিপক্ষে) সিরাজ খুব ভালো বোলিং করেছে। যদি তাকে নেওয়া হত, তাহলে দল আরও শক্তিশালী হত। বোলিং ইউনিট আরও শক্তিশালী দেখাত। আমার মনে হয় সিরাজ যে এক্স-ফ্যাক্টরটি নিয়ে আসে তা কিছুটা মিস করবে ভারতীয় দল।'

সিরাজ শেষবার ভারতের হয়ে খেলেছিলেন ২০২৪ সালের জুলাই মাসে। শ্রীলঙ্কা সফরে। মজার বিষয় হল, ২০২৫ সালের আইপিএলে ২৫ উইকেট নিয়ে পার্পল ক্যাপ জেতা প্রসীদ কৃষ্ণকে রিজার্ভ দলে রাখা হয়েছে, অন্যদিকে হর্ষিত রানাকে দলে রাখা হয়েছে। ভারত তাদের এশিয়া কাপ অভিযান শুরু করবে ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে গ্রুপ এ-এর প্রথম ম্যাচে।

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড
সূর্য কুমার যাদব (ক্যাপ্টেন), শুভমান গিল (ভাইস ক্যাপ্টেন), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেট কিপার), জসপ্রিত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেট কিপার), হর্ষিত রানা, রিঙ্কু সিং

Advertisement

স্ট্যান্ডবাই খেলোয়াড়: যশস্বী জয়সওয়াল, প্রসিদ কৃষ্ণ, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল।     

POST A COMMENT
Advertisement