Asia Cup 2025: কেন এশিয়া কাপ থেকে বাদ যশস্বী-শ্রেয়াস? বোর্ডের প্ল্যান জানালেন আগরকর

এশিয়া কাপে ভারতের দল ঘোষণা হয়ে গেল। তবে জায়গা হল না যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ারের। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে আছেন বাঁ হাতি ওপেনার। দারুণ ছন্দে আছেন শ্রেয়সও। তবে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর।

Advertisement
কেন এশিয়া কাপ থেকে বাদ যশস্বী-শ্রেয়াস? বোর্ডের প্ল্যান জানালেন আগরকরজয়সওয়াল ও শ্রেয়স আইয়ার

এশিয়া কাপে ভারতের দল ঘোষণা হয়ে গেল। তবে জায়গা হল না যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ারের। মূল দলে না থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে আছেন বাঁ হাতি ওপেনার। দারুণ ছন্দে আছেন শ্রেয়সও। তবে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে ব্যাখ্যা দিলেন ক্যাপ্টেন সূর্যকুমার যাদব ও নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকর।  

জয়সওয়ালের সুযোগ না পাওয়া নিয়ে আগারকর জানান, 'এটা দুর্ভাগ্যজনক। গত এক বছর ধরে অভিষেক যা করেছে, তারপর বাদ দেওয়ার জায়গা নেই। পাশাপাশি আমাদের বোলিং-এর ক্ষেত্রেও অপশন দরকার। তাই অভিষেক সুযোগ পেয়েছে। এদের মধ্যে একজনকে বাদ দিতেই হত।

শ্রেয়সের ব্যাপারটা দুর্ভাগ্যজনক বলেই জানিয়েছেন আগরকর। বলেন, 'ওর কোনও দোষ নেই। তবে শ্রেয়স কার জায়গায় খেলবে? এই মুহূর্তে, তাকে সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।' এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট টুর্নামেন্ট ৯ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত এশিয়া কাপ এবার সংযুক্ত আরব আমিরাশাহীর (UAE) দু'টি শহর, আবুধাবি এবং দুবাইতে অনুষ্ঠিত হবে। ভারতীয় দলকে এশিয়া কাপে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে গ্রুপ এ-তে রাখা হয়েছে।

 

গ্রুপ বি তে শ্রীলঙ্কা, বাংলাদেশ, হংকং এবং আফগানিস্তান দল রয়েছে। ভারতীয় দল তাদের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর দুবাইতে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে খেলবে। এরপর ১৪ সেপ্টেম্বর দুবাইতে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারতীয় দল ১৯ সেপ্টেম্বর আবুধাবিতে ওমানের বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ ম্যাচ খেলবে। এশিয়া কাপে উভয় গ্রুপের শীর্ষ ২ টি দল সুপার-৪ পর্যায়ে পৌঁছাবে। তারপর সুপার-৪ পর্যায়ের সেরা ২টি দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য ১৫ সদস্যের স্কোয়াড: সূর্য কুমার যাদব (সি), শুভমান গিল (ভিসি), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (ডব্লিউকে), জসপ্রিত বুমরা, আরশদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (ডব্লিউকে), হর্ষিত রানা ও রিঙ্কু সিং

Advertisement

POST A COMMENT
Advertisement