Asia Cup 2025: সূর্যকুমারের পর হার্দিকের ফিটনেস নিয়েও প্রশ্ন, এশিয়া কাপের আগে চাপ বাড়ছে?

এশিয়া কাপের আগে চাপ বাড়ল ভারতের। হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাড়ল জল্পনা। কারণ তাঁকে দলে ফিরতে হলে, দিতে হবে ফিটনেস টেস্ট। সেই পরীক্ষায় পাশ করলেই মাঠে নামতে পারবেন তিনি। তবে প্রশ্ন হল, আইপিএল-এর পর তো আর কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেননি হার্দিক। তা হলে চোট লাগল কোথায়?

Advertisement
সূর্যকুমারের পর হার্দিকের ফিটনেস নিয়েও প্রশ্ন, এশিয়া কাপের আগে চাপ বাড়ছে?হার্দিক পান্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪

এশিয়া কাপের আগে চাপ বাড়ল ভারতের। হার্দিক পান্ডিয়াকে নিয়ে বাড়ল জল্পনা। কারণ তাঁকে দলে ফিরতে হলে, দিতে হবে ফিটনেস টেস্ট। সেই পরীক্ষায় পাশ করলেই মাঠে নামতে পারবেন তিনি। তবে প্রশ্ন হল, আইপিএল-এর পর তো আর কোনও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে খেলেননি হার্দিক। তা হলে চোট লাগল কোথায়?

হার্দিক কি চোট পেয়েছেন?
আসলে হার্দিক খুবই চোট প্রবণ। তাই তাঁর ফিটনেস দেখে নিতে চায় বিসিসিআই। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ১১ ও ১২ অগস্ট হার্দিকের ফিটনেস পরীক্ষা হবে। তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেন। অন্যদিকে হার্দিকের আগে NCA-তে গিয়ে ফিটনেস পরীক্ষায় পাস করেন শ্রেয়স আইয়ার। ২৭ থেকে ২৯ জুলাই পর্যন্ত তাঁর ফিটনেসের পরীক্ষা ছিল।

২০২৩ সালে শেষবার দেশের জার্সিতে শ্রেয়স টি-টোয়েন্টি খেলকে নেমেছিলেন। তিনি এ বার এশিয়া কাপে সুযোগ পাবেন। সেই কারণের জন্যই তাঁর ফিটনেস পরীক্ষা হলো। শ্রেয়স যদিও ভালো ফর্মে আছেন। IPL-এ তিনি দলকে রানার্স আপ করেছিলেন। 

এশিয়া কাপে কড়া চ্যালেঞ্জ
সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। এবার এশিয়া কাপ টি-২০ ফরম্যাটে খেলা হরে এবং এর জন্য সংযুক্ত আরব আমিরশাহীর আবু ধারী এবং দুবাই শহরে। ভারতীয় টিম এশিয়া কাপে পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহীর সঙ্গে গ্রুপ এ-তে রয়েছে। শ্রীলঙ্কা, বাংলাদেন, আফগানিস্তান এবং হংকং গ্রুপ বি-তে। কিন্তু টুর্নামেন্ট শুরুতেই বড় চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার সামনে।

সূর্যকুমারকে নিয়েও প্রশ্ন
এশিয়া কাপ ২০২৫-এর জন্য টিম ইতিয়ার ক্যাপ্টেন নির্বাচিত করা হয়েছিল সূর্যকুমার যাদবকে। কিন্তু তিনি এখনও ম্যাচ ফিট নয় বলেই জানা যাচ্ছে। সম্প্রতি জার্মানিতে স্পোর্টষ হার্নিয়া অপারেশন হয় সূর্যকুমারের। বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব চলছে তাঁরা। 
আশা রায়েছে সূর্যকুমারই গোটা টুর্নামেন্টে অধিনায়কত্বের গুরুদায়িত্ব সামল্যাবন। তবে তার আগে তিনি আদৌ সম্পূর্ণ ফিট হতে পারবেন কি না, তা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। 

Advertisement

POST A COMMENT
Advertisement