Asia Cup 2025 India Vs Pakistan: আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ কবে?

Asia Cup 2025 India Vs Pakistan: এশিয়া কাপের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষণা হয়ে গেল পুরো সূচি। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের দিনও ঘোষণা করে দেওয়া হল। 

Advertisement
আবারও মুখোমুখি ভারত-পাকিস্তান, এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচ কবে? এশিয়া কাপের সম্পূর্ণ সূচি প্রকাশ, ভারত-পাকিস্তান ম্যাচ কবে?
হাইলাইটস
  • এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের একই গ্রুপে
  • ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট
  • ১৪ সেপ্টেম্বর ভারত-পাক মহারণ

Asia Cup 2025 India Vs Pakistan: এবারের এশিয়া কাপ হতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহিতে (United Arab Emirates)। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। শনিবার এই ঘোষণা করেছেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) প্রেসিডেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। এবার টি-২০ ফর্ম্যাটে হবে এশিয়া কাপ।

এশিয়ার আটটি দল এই টুর্নামেন্টে যোগ দিচ্ছে। এর মধ্যে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য দেশ ভারত (India), পাকিস্তান (Pakistan), শ্রীলঙ্কা (Sri Lanka), বাংলাদেশ (Bangladesh) ও আফগানিস্তান (Afghanistan) খেলবে। এছাড়া আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি, ওমান (Oman) ও হংকং (Hong Kong) এশিয়া কাপে খেলবে। বৃহস্পতিবার বাংলাদেশের রাজধানী ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভা ছিল। এই সভার মূল আলোচ্য বিষয় ছিল এশিয়া কাপ। ভারতীয় দল এবারের এশিয়া কাপে যোগ দেবে কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে শেষপর্যন্ত এই টুর্নামেন্টে যোগ দিতে রাজি হয়েছে বিসিসিআই।

এশিয়া কাপের দিনক্ষণ আগেই ঘোষণা করা হয়েছিল। এবার ঘোষণা হয়ে গেল পুরো সূচি। এশিয়া কাপের ভারত পাকিস্তান ম্যাচের দিনও ঘোষণা করে দেওয়া হল। 

কোন কোন দল অংশ নিচ্ছে?
এবারেরএশিয়া কাপ ২০২৫- এ আটটি দল অংশগ্রহণ করবে। সেই দেশগুলি হল- ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং ওমান। মোট ১৯টি ম্যাচের সূচি রয়েছে, যেখানে ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। 

কোন গ্রুপে কারা

গ্রুপ এ-
ভারত, পাকিস্তান, ওমান ও ইউএই
গ্রুপ বি- শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং

৩ বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে রয়েছে। ফলে তিনবার পরস্পরের মুখোমুখি হতে পারে।তবে তার জন্য দুই দলকে প্রথমে গ্রুপের বাধা টপকে নক-আউটে পৌঁছতে হবে। তারপর ফাইনালে পৌঁছতে হবে। এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনওবারই ভারত-পাকিস্তান ফাইনাল হয়নি। এবার সেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

Advertisement

সম্পূর্ণ সূচি
৯ই সেপ্টেম্বর- আফগানিস্তান বনাম হংকং
১০ই সেপ্টেম্বর-ভারত বনাম সংযুক্ত আরব আমিরাত
১১ই সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম হংকং
১২ই সেপ্টেম্বর-পাকিস্তান বনাম ওমান
১৩ই সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৪ই সেপ্টেম্বর-ভারত বনাম পাকিস্তান
১৫ই সেপ্টেম্বর-শ্রীলঙ্কা বনাম হংকং
১৫ই সেপ্টেম্বর-সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান
১৬ই সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম আফগানিস্তান
১৭ই সেপ্টেম্বর-পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত
১৮ই সেপ্টেম্বর-শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান
১৯ই সেপ্টেম্বর-শুক্রবার-ভারত বনাম ওমান
২০শে সেপ্টেম্বর-গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২১শে সেপ্টেম্বর-গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২
২৩শে সেপ্টেম্বর-গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ১
২৪ই সেপ্টেম্বর-গ্রুপ এ কোয়ালিফায়ার হল গ্রুপ বি কোয়ালিফায়ার ২
২৫শে সেপ্টেম্বর-গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম সিটুপ বি কোয়ালিফায়ার ২
২৬শে সেপ্টেম্বর-গ্রুপ এ কোয়ালিফায়ার বনাম গ্রুপ বি। কোয়ালিফায়েড ১
২৮শে সেপ্টেম্বর-ফাইনাল

এবার এশিয়া কাপের আয়োজন করবে ভারত। তবে, সমস্ত সব কটি ম্যাচই খেলা হবে সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে এশিয়া কাপের সূচিতে অনুমোদন দেওয়া হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) প্রধান নাকভি শনিবার (২৬ জুলাই) একটি সোশ্যাল মিডিয়া পোস্টে বলেছেন, 'আমি সংযুক্ত আরব আমিরশাহিতে পুরুষদের এশিয়া কাপের তারিখ নিশ্চিত করতে পেরে আনন্দিত। এই টুর্নামেন্টটি ৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আমরা ক্রিকেটের একটি দর্শনীয় প্রদর্শনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশিত হবে।'

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর, এই দুইয়ের কারণে এশিয়া কাপ আয়োজন ঘিরে অনিশ্চয়তার মেঘ তৈরি হয়েছিল। সূত্র জানিয়েছিল যে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় পর্যটকদের নিহত হওয়ার পর এশিয়া কাপে অংশগ্রহণ বা আয়োজন করবে না ভারত। তবে, এখন এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য এখন সমস্ত বাধা দূর হয়ে গিয়েছে। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এশিয়া কাপ নিয়ে আলোচনা করা হয়েছে। যেখানে ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

 

POST A COMMENT
Advertisement