দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে রবিবার ভারতের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এই ম্যাচ এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ জয়ী দলের জন্য পুরস্কারের অঙ্ক আরও বাড়িয়েছে। কত টাকা বাড়ানো হয়েছে পুরস্কার অর্থ? পুরো এক কোটি টাকা!
এশিয়া কাপ ২০২৫ বিজয়ীরা কত টাকা পাবে
এশিয়া কাপ এবার টি-টোয়েন্টি ফর্ম্যাটে হয়েছে। শেষবার যখন এশিয়া কাপ টি-টোয়েন্টি ফর্ম্যাটে চ্যাম্পিয়ন ছিল শ্রীলঙ্কা। সেই সময় দুই লক্ষ মার্কিন ডলার পুরস্কার দেওয়া হয়েছিল। যা ভারতীয় মুদ্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার সমান। রবিবার এশিয়া কাপের বিজয়ী দলকে তিন লক্ষ মার্কিন ডলার পুরস্কার অর্থ দেওয়া হবে, যা ভারতীয় মুদ্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকার সমান। বিরাট অঙ্কের পুরস্কার অর্থ দেওয়া হবে এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলকে।
এশিয়া কাপ সবচেয়ে বেশিবার জেতা দেশ হল ভারত। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত ১১টি ফাইনাল খেলেছে, যার মধ্যে ৮ বার ট্রফি নিজেদের দখলে রেখেছে । এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে ভারতীয় দলের দাপটের কথা মাথায় রাখলে, এশিয়া কাপে ভারতের ট্রফি জয়ের এই রেকর্ড এখনই যে কোনও দল ভাঙতে পারবে না, বলার অপেক্ষা রাখে না । ভারতের. সবচেয়ে কাছাকাছি রয়েছে শ্রীলঙ্কা, যারা ৬ বার এশিয়া কাপ জিতেছে । পাকিস্তান মাত্র ২ বার জিতেছে ট্রফি ।
৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। ২৮ সেপ্টেম্বর ফাইনাল। সেই ম্যাচে খেলবে ভারত ও পাকিস্তান। ভারত সেই ম্যাচ জিততে পারলে পেয়ে যাবে ২ কোটি ৬০ লক্ষ টাকা।
দুবাইয়ের পিচ কেমন?
স্পিনাররা এই পিচে বারবার সাহায্য পেয়েছেন। কুলদীপ যাদব এখানে দুর্দান্ত ফর্মে। অক্ষর প্যাটেলরাও দারুণ বল করছেন। হার্দিক পান্ডিয়া বা জসপ্রীত বুমরাও পেস বোলিং করে উইকেট পাচ্ছেন। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন অভিষেক শর্মাও। ওপেন করতে নেমে ঝড়ো স্টার্ট আর বোলারদের চাপ বাড়াচ্ছেন। প্রতিপক্ষ যেই হোক রান করে যাচ্ছেন নিয়মিত। সাম্প্রতিক ফর্মের কথা বলতে গেলে ভারত পাকিস্তান তৃতীয় বার মুখোমুখি হচ্ছে। প্রথম দুইবারই জিতেছে।