এশিয়া কাপের সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচে আবার বিতর্ক। ফখর জামানের উইকেট নিয়েই শুরু হয় সেই বিতর্ক। ওপেন করতে নেমে পাওয়ার প্লের সুযোগ নিয়ে কিছু ভালো শট খেলেন, কিন্তু তার ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। পাকিস্তানের ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে হার্দিক পান্ডিয়ার বলে সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দেন।
জসপ্রীত বুমরা একেবারে ছন্দে না থাকলেও উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া। তবে তা নিয়ে বিতর্ক রয়েছে। হার্দিকের অফ-কাটার বল করেছিলেন, যা ব্যাটের ধারে লেগে সরাসরি উইকেটরক্ষক সঞ্জুর হাতে লেগে যায়। সঞ্জু খুব নিচু ক্যাচ নিয়েছিলেন। মাঠের আম্পায়ার ক্যাচটি পরীক্ষা করার জন্য থার্ড আম্পায়ারের কাছে যান। রিপ্লে দেখার পর থার্ড আম্পায়ার ব্যাটসম্যানকে আউট ঘোষণা করেন।
পাক ব্যাটার ফকর জামান আউট নিয়ে একেবারেই খুশি ছিলেন না। তাঁর দাবি ছিল, বল ব্যাটে লাগলেও তা সঞ্জু স্যামসনের হাতে যাওয়ার আগেই মাটিতে পড়ে গিয়েছে। তবে এই সিদ্ধান্ত মাঠে থাকা আম্পায়ারদের নয়, বরং সিদ্ধান্ত দিয়েছেন থার্ড আম্পায়ার। ফলে রিভিউয়ের সুযোগ নেই। ড্রেসিংরুমে ফেরার সময়, অসন্তোষ প্রকাশ করেন। খুশি ছিলেন না দোলের কোচ মাইক হেসনও। ধারাভাষ্য দেওয়ার সময়, ওয়াসিম আক্রম ও ওয়াকার ইউনিস এই সিদ্ধান্তের সমালোচনা করেন।
ওয়াসিম আক্রমের দাবি ছিল, বেনিফিট অফ ডাউট সবসময় ব্যাটারের পক্ষে যায়। তা হলে এক্ষেত্রে তা হল না কেন? ওয়াকার ইউনিসের দাবি ছিল, বলটা হাত থেকে তোলার সময় স্পষ্ট দেখা গিয়েছে, সঞ্জুর হাতে মাটি উঠে এসেছে। তা হলে কেন আউট দেওয়া হল? তবে নিশ্চিত ভাবেই এই ক্যাচ দেখে বেশ বেগ পেতে হয়েছে থার্ড আম্পায়ারকে।
ভারতীয় দলের একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের প্লেয়িং ১১: সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ।