India vs Pakistan: 'অসুবিধা নেই...' ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ

ভারতীয় দল এশিয়া কাপে পকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। পহেলগাঁও জঙ্গি হামলার পর, প্রথমবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে ভারত। ভারতের বোর্ডই আয়োজন করবে এই টি২০ টুর্নামেন্ট। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হবে। ফলে ভারতে আসবে না পাকিস্তান। তবুও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement
'অসুবিধা নেই...' ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভসৌরভ গাঙ্গুলি এবং ভারত-পাকিস্তানের সংঘর্ষ

ভারতীয় দল এশিয়া কাপে পকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল। পহেলগাঁও জঙ্গি হামলার পর, প্রথমবার এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়েছে ভারত। ভারতের বোর্ডই আয়োজন করবে এই টি২০ টুর্নামেন্ট। নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ হবে। ফলে ভারতে আসবে না পাকিস্তান। তবুও বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

শুধু পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়াই নয়, এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। যেই সিদ্ধান্তের পর নিন্দা হয়েছে BCCI-এর। এ বার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক ও BCCI-এর প্রাক্তন প্রেসিডেন্ট। কলকাতায় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই-এর সিদ্ধান্তের প্রশংসা করেছেন সৌরভ। ভারত ও পাকিস্তানকে এশিয়া কাপে একই গ্রুপে রাখা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমার এতে অসুবিধা নেই। খেলা চলুক। একইসঙ্গে পহেলগাঁও-এর মতো ঘটনা যাতে আর না ঘটে। কিন্তু খেলাকে চলতে দিতে হবে। সন্ত্রাসবাদকে থামাতে হবে। ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।’

পাহেলগাঁও ঘটনার পর আর ভারত, পাকিস্তানের বিরুদ্ধে খেলবে না বলে জানিয়েছিল বিসিসিআই। এমনকি আইসিসি-র টুর্নামেন্টেও দুই দলকে আলাদা গ্রুপে রাখার আর্জিও জানানো হয়েছিল। তবে এশিয়া কাপে সে জায়গা থেকে সরে আসে ভারতীয় বোর্ড। জানিয়ে দেয়, তারা এশিয়া কাপে খেলবে এবং একই গ্রুপে পাকিস্তানের বিরুদ্ধেও খেলতে নামবে। প্রথমে এশিয়া কাপ নিয়ে আপত্তি তুললেও পরে ১৮০ ডিগ্রি ঘুরে গিয়ে BCCI কর্তারা বৈঠকে যোগও দেন এবং এশিয়া কাপ খেলতে রাজিও হন। 

কোন কোন দল অংশ নিচ্ছে?
এবারর এশিয়া কাপ ২০২৫-এ আটটি দল অংশগ্রহণ করার। সেই দেশগুলি হল-ভাররা, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরশাহি, হংকং এবং ওমান। মোট ১৯টি ম্যাচর স্মৃতি রয়েছে, যেখানে ভারত এবং পাকিস্তান একই প্রতাপ রয়েছে।

কোন গ্রুপে কারা
গ্রুপ এ-ভারত, পাকিস্তান, ওমান ও ইউএই
গ্রুপ বি-শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং

Advertisement

৩ বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান
এবারের এশিয়া কাপে ভারত ও পাকিস্তান একই গ্রুপে ডায়াছ। ফাল তিনবার পরস্পরের মুখোমুখি হতে পারোতাব তার জন্য দুই দলকে প্রথমে গ্রুপের বাধা টপকে নক-আউটে পৌঁছতে হবে। তারপর ফাইনালে পৌঁছতে হার। এশিয়া কাপে এখনও পর্যন্ত কোনওবারই ভারত-পাকিস্তান ফাইনাল হয়নি। এবার সেই আশা করছেন ক্রিকেটপ্রেমীরা।

POST A COMMENT
Advertisement