Asia Cup Trophy দিলেন না কেন? রাজীবের চাপে নকভির কাঁদুনি, 'কার্টুনের মতো...'

এশিয়া কাপ ফাইনালে ভারতের দুর্দান্ত জয়ের পর বিতর্কের সূত্রপাত। পাকিস্তানি নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ট্রফি ভারতকে দেওয়ার পরিবর্তে হোটেলে নিয়ে চলে যান। ট্রফি ছাড়াই উদযাপন করেন সূর্যকুমাররা।

Advertisement
Asia Cup Trophy দিলেন না কেন? রাজীবের চাপে নকভির কাঁদুনি,'কার্টুনের মতো দাঁড়িয়েছিলাম'এশিয়া কাপের ট্রফি ভারত কবে পাবে
হাইলাইটস
  • এশিয়ার কাপের ট্রফি ভারত কবে পাবে?
  • এসিসি বৈঠকে মিলল না সমাধানসূত্র।

এশিয়া কাপের ট্রফি পায়নি ভারত। ট্রফি ও মেডেল কবে পাবেন ভারতীয় ক্রিকেটাররা? মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) বৈঠকে তার ফয়সলা হল না। ম্যাচ-পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ট্রফি না দেওয়ায় তীব্র আপত্তি জানিয়েছে বিসিসিআই। ওই বৈঠকে ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রাজীব শুক্লা। তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় এসিসি সভাপতি মহসিন নকভির। 

বৈঠকে রাজীব শুক্লা বৈঠকে সরাসরি নকভিকে প্রশ্ন করেন,'বিজয়ী দলকে কেন ট্রফি দেওয়া হল না?' তিনি যোগ করেন,'ট্রফি কোনও ব্যক্তির নিজস্ব সম্পত্তি নয়। এটা আনুষ্ঠানিকভাবে জয়ী দলকে দেওয়া উচিত ছিল'। শিগগির বিষয়টির সমাধানের কথাও মনে করিয়ে দেন শুক্লা। সেই সঙ্গে এশিয়ান ক্রিকেট কাউন্সিলকে এ ব্যাপারে পদক্ষেপ করার কথাও জানান। 

মহসিন নকভি পাল্টা যুক্তি দেন,'আমি কোনও কারণ ছাড়াই কার্টুনের মতো দাঁড়িয়ে ছিলাম। ভারতীয় দল আমার হাত থেকে ট্রফি নেবে না, এ কথা এসিসি-কে লিখিতভাবে জানানো হয়নি'।

ভারতের প্রতিনিধির প্রশ্নবাণে জেরবার নকভি জানান,'বিষয়টি নিয়ে এই বৈঠকে আলোচনা করা উচিত নয়। অন্য কোনও বৈঠকে বিষয়টির সমাধান করা হবে'।

এশিয়া কাপ ফাইনালে ভারতের দুর্দান্ত জয়ের পর বিতর্কের সূত্রপাত। পাকিস্তানি নকভির হাত থেকে ট্রফি নিতে চাননি ভারতীয় ক্রিকেটাররা। সেই ট্রফি ভারতকে দেওয়ার পরিবর্তে হোটেলে নিয়ে চলে যান। ট্রফি ছাড়াই উদযাপন করেন সূর্যকুমাররা। এ দিন বৈঠকে ভারতীয় দলকে অভিনন্দনও জানানি নকভি। তবে বিসিসিআই প্রতিনিধি আশিস শেলারের চাপে অভিনন্দন জানাতে বাধ্য হন। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে, জয়ী দলকে ট্রফি দিতেই হবে। দরকার হলে এসিসি অফিস থেকে সেটি নিয়ে নেবে তারা। তবে নকভি এড়িয়ে যান। অন্য বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার কথা জানান।  বিসিসিআই স্পষ্ট জানায়, এ নিয়ে আলোচনার কোনও অবকাশই নেই। এ ব্যাপারে আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। 

Advertisement

POST A COMMENT
Advertisement