India vs Australia Yashasvi Jaiswal run out: মুহূর্তের ভুলে জয়সওয়ালের রান আউট, ঘুরল ম্যাচের রং; অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া

একটা রান আউট ভারতীয় দলকে (Team India) ঠেলে দিল ব্যাকফুটে। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষদিকে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) রান আউটেই বদলে গেল ম্যাচের রং। দিনের শুরুটা ভাল না করলেও, চা বিরতির পর ঘুরে দাড়াচ্ছিল টিম ইন্ডিয়া। জয়সওয়াল ৫০ পেরিয়ে শতরানের দিকে সাবলিল ভাবে এগিয়ে যাচ্ছেন আর বিরাট (Virat Kohli) হাফ সেঞ্চুরির দোরগড়ায়। এমন সময়ই ছন্দ পতন।

Advertisement
মুহূর্তের ভুলে জয়সওয়ালের রান আউট, ঘুরল ম্যাচের রং; অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া Yashasvi Jaiswal

একটা রান আউট ভারতীয় দলকে (Team India) ঠেলে দিল ব্যাকফুটে। চতুর্থ টেস্টের দ্বিতীয় দিনের শেষদিকে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) রান আউটেই বদলে গেল ম্যাচের রং। দিনের শুরুটা ভাল না করলেও, চা বিরতির পর ঘুরে দাড়াচ্ছিল টিম ইন্ডিয়া। জয়সওয়াল ৫০ পেরিয়ে শতরানের দিকে সাবলিল ভাবে এগিয়ে যাচ্ছেন আর বিরাট (Virat Kohli) হাফ সেঞ্চুরির দোরগড়ায়। এমন সময়ই ছন্দ পতন।

কীভাবে আউট হলেন জয়সওয়াল?
সেঞ্চুরি আর যশস্বীর  মাঝে তখন দূরত্ব মাত্র ১৮ রানের। দিনের খেলার শেষদিক। সেঞ্চুরি করে ফেলতে পারলে তৃতীয় দিন আবারও একটা নতুন শুরু হতে পারত। সেই কারণেই ওভারের শেষ বলে স্ট্রাইক নিয়ে দ্রুত সেঞ্চুরি করতে উদগ্রীব ছিলেন তরুণ ওপেনার।

যশস্বী জয়সওয়াল মিড অনে খেলে সিঙ্গল নিতে দৌড়েছিলেন। কল করেই দৌড়। যদিও বিরাট কোহলি কলে সাড়া দিয়ে বল নন স্ট্রাইকিং এন্ড ছেড়ে কিছুটা বেরিয়েও আসেন। যশস্বী ততক্ষণে প্রায় উল্টো প্রান্তে চলে এসেছেন। আউট হন ওপেনার। ওভারের শেষ বল হওয়ায় রান নেওয়ার ইচ্ছে ছিল না বিরাট কোহলির। অন্তত স্ক্রিনে দেখে তাই মনে হয়েছে। জয়সওয়াল রান আউট হয়ে ফেরেন ৮২ রানে। অনেকেই মনে করছেন, যশস্বীর কলকে সম্মান দিয়ে বিরাট দৌড়তে পারতেন। বল ফলো করাটাই যে বড় ভুল।

আউট হন বিরাটও

মনসংযোগে ব্যাঘাত বিরাটেরও। পরের ওভারেই আউট হন তিনিও। অফস্টাম্পের বাইরের বল দারুণ ছাড়ছিলেন। কিন্তু যশস্বীর আউটের পর সেই ফাঁদেই পা দিলেন। স্কট বোল্যান্ডের বোলিংয়ে কিপার অ্যালেক্স কেরির হাতে ক্যাচ। ৩৬ রানে ফেরেন বিরাট কোহলি। নাইটওয়াচম্যান হিসেবে নামা আকাশ দীপকেও কয়েক বলের মধ্যেই ফেরান সেই বোল্যান্ড। ১৫৩-২ থেকে দ্রুতই ১৫৯-৫! দিন শেষে ক্রিজে রয়েছেন জাডেজা ও ঋষভ পান্ত। দিনের শেষে ভারতীয় দলের রান ১৬৪। পিছিয়ে ৩১০ রানে। ফলে গাব্বা টেস্টের মতো মেলবোর্নেও ফলো অনের ভ্রুকুটি রোহিত শর্মাদের সামনে।    

Advertisement

POST A COMMENT
Advertisement