scorecardresearch
 

AUS vs SA 2nd Semifinal LIVE Score, World Cup 2023: ফের সেমিফাইনালে হার দঃআফ্রিকার, রবিবার ভারতের সামনে অস্ট্রেলিয়া

Australia vs South Africa, World Cup Semi-final 2023 LIVE Cricket Score: কলকাতার ইডেন গার্ডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে যে দলই জিতুক, ১৯ নভেম্বর ভারতের মুখোমুখি হবে। এই বিশ্বকাপে দুই দলই মুখোমুখি হয়েছিল ১২ অক্টোবর। যেখানে দক্ষিণ আফ্রিকা দল অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল।

Advertisement
ফাইনালে অস্ট্রেলিয়া ফাইনালে অস্ট্রেলিয়া

 Australia vs South Africa, World Cup Semi-final 2023 LIVE Cricket Score: কলকাতার ইডেন গার্ডেনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেমিফাইনাল ম্যাচ। এই ম্যাচে যে দলই জিতুক, ১৯ নভেম্বর ভারতের মুখোমুখি হবে। এই বিশ্বকাপে দুই দলই মুখোমুখি হয়েছিল ১২ অক্টোবর। যেখানে দক্ষিণ আফ্রিকা দল অস্ট্রেলিয়াকে ১৩৪ রানে হারিয়েছিল।

হেরে গেল দক্ষিণ আফ্রিকা

৩ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে চলে গেল অস্ট্রেলিয়া। রবিবার ভারতের সামনে অজিরা।

২০০ করে ফেলল অস্ট্রেলিয়া

১২ রান বাকি অস্ট্রেলিয়ার। তিন উইকেট দরকার দক্ষিণ আফ্রিকার।

আউট ইংলিশ

ম্যাচে আবার ট্যুইস্ট। আউট হলেন ইংলিশ। সাত উইকেট হারাল অজিরা। ২০ রান দরকার অজিদের। 

ফাইনালের আরও কাছাকাছি অজিরা

৬৬ বলে ২৩ রান দরকার অস্ট্রেলিয়ার, হাতে ৪ উইকেট

আউট স্মিথ

৬ উইকেট হারিয়ে ফেলল অস্ট্রেলিয়া। ৬২ বলে ৩০ রান করে আউট স্মিথ।   

১৩৭  রানে ৫ উইকেট হারাল অস্ট্রেলিয়া, ইডেনে জমজমাট সেমি ফাইনাল

১০৬ রানে ৩ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। ঘুরে দাঁড়াতে মরিয়া প্রোটিয়ারা। 

একের পর এক ক্যাচ মিস সাউথ আফ্রিকান ক্রিকেটারদের। 

আউট মিলার

২০৩ রানে ৯ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

সেঞ্চুরি ডেভিড মিলারের

দারুণ ইনিংস ডেভিড মিলারের। ১১৫ বলে ১০১ রান করেন তিনি। ছক্কা মেরে দলের রান ২০০ পার করার পাশাপাশি সেঞ্চুরি মিলারের।

১৫০ করে ফেলল দক্ষিণ আফ্রিকা

৬ উইকেট হারিয়ে ১৫০ রান দক্ষিণ আফ্রিকার। লড়াই চালাচ্ছেন মিলার।

দুই বলে দুই উইকেট তুলে নিলেন হেড

Advertisement

মার্কো জানসেনকে লেগ বিফোর করলেন হেড। দুই বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সামনে অজি স্পিনার। 

উইকেট ট্রভিস হেডের

রান দিলেও উইকেট তুলে নিলেন অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড। ১১৯ রানে ৫ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা।

১০০ করে ফেলল দক্ষিণ আফ্রিকা

দারুণ ব্যাটিং ক্লাসেন ও মিলারের। ম্যাচে ফেরার চেষ্টায় দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ১১৯ রান প্রোটিয়াদের। 

ম্যাচে ফেরার চেষ্টায় দক্ষিণ আফ্রিকা

এই পরিস্থিতিতে ইতিবাচক মানসিকতা দরকার ছিল দক্ষিণ আফ্রিকার। আর সেটাই করে যাচ্ছে হেনরি ক্লাসেন ও ডেভিড মিলার। ৪ উইকেটে ৬৭ রান করেছে দক্ষিণ আফ্রিকা।  

শুরু হল ম্যাচ

বৃষ্টি থেমে যাওয়ায় ফের শুরুর হল ম্যাচ।

বৃষ্টি কলকাতায়

ম্যাচ সাময়িক বন্ধ। বৃষ্টি হচ্ছে ইডেনে। দুই দলের ক্রিকেটাররাই ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। পিচ কিউরেটরের সঙ্গে আলোচনায় আম্পায়াররা। 

রান করতে পারছে না দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা

ইডেনে মেঘলা আবহাওয়াকে দারুণ কাজে লাগাচ্ছেন অজি বোলাররা। রান আসছে না দক্ষিণ আফ্রিকার। উইকেট হারাতে থাকায় চাপ আরও বাড়ছে। 

চতুর্থ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ার। এবার আউট ভ্যান ডার ডুসেন। 

আউট মার্করাম

বাজে শট খেলে আউট মার্করাম। উইকেট স্টার্কের। পয়েন্টে ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। 

ফের উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

ইডেনে রাজত্ব চালাচ্ছেন হ্যাজেলউডরা। এবার বড় শট খেলতে গিয়ে আউট হলেন ডি'কক। ৮ রানেই ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা। 

শুরুতেই আউট ক্যাপ্টেন বাভুমা

মেঘলা আকাশে দুর্দান্ত বোলিং অস্ট্রেলিয়ার। ০ রানেই আউট বাভুমা। উইকেট স্টার্কের।

টসে জিতল দক্ষিণ আফ্রিকা

টসে জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে অধিনায়ক বাবুমা লুঙ্গি এনগিডির জায়গায় তাবরেজ শামসিকে দলে নিয়ে আসেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও দলে দুটি পরিবর্তন করেছেন, মার্কাস স্টোইনিস এবং শন অ্যাবট জায়গা পাননি। এই দুই খেলোয়াড়ের জায়গায় দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। 

দুই দলে কারা?

দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেন: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, কেশব মহারাজ, জেরাল্ড কোয়েটজি, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি।


অস্ট্রেলিয়ার প্লেয়িং ইলেভেন: ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মার্নাস লাবুসচেন, গ্লেন ম্যাক্সওয়েল, জশ ইঙ্গলিস (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড।

Advertisement