Virat Kohli Anushka Sharma: আবার বাবা হচ্ছেন বিরাট? অনুষ্কার বেবি বাম্প ছবি VIRAL

অনুষ্কা শর্মা (Anushka Sharma) কি ফের মা হতে চলেছেন? দীর্ঘদিন ধরেই এই ব্যাপারে নানা গুজব শোনা যাচ্ছে। তবে বিরাট কোহলি (Virat Kohli) বা অনুষ্কা শর্মা কেউই এই ব্যাপারে কিছুই স্বীকার করেননি। বেঙ্গালুরুতে বিরাট ও তাঁর স্ত্রীকে দেখা গিয়েছিল এক ক্লিনিকের বাইরে। 

Advertisement
আবার বাবা হচ্ছেন বিরাট? অনুষ্কার বেবি বাম্প ছবি VIRALটিম হোটেলে বিরাটের সঙ্গে অনুষ্কা, দেখা যাচ্ছে বেবি বাম্প

অনুষ্কা শর্মা (Anushka Sharma) কি ফের মা হতে চলেছেন? দীর্ঘদিন ধরেই এই ব্যাপারে নানা গুজব শোনা যাচ্ছে। তবে বিরাট কোহলি (Virat Kohli) বা অনুষ্কা শর্মা কেউই এই ব্যাপারে কিছুই স্বীকার করেননি। বেঙ্গালুরুতে বিরাট ও তাঁর স্ত্রীকে দেখা গিয়েছিল এক ক্লিনিকের বাইরে। 

এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। ফ্যান ক্লাবগুলির শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে- অনুষ্কা এবং বিরাট হাতে হাত ধরে বেঙ্গালুরুতে টিম ইন্ডিয়া হোটেল থেকে বেরিয়ে যাচ্ছেন৷ এবারের আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের শেষ গ্রুপ পর্বের ম্যাচের আগে বিরাট সেখানে পৌঁছে গেলেন অনুষ্কাকে সঙ্গে নিয়ে। ভিডিওটির ক্যাপশন ছিল, ‘আমরাও একটা সুখবর পেতে চলেছি।’ অনেকেরই তাই বিশ্বাস, যা রটেছে তার কিছু তো বটেই। একজন ভক্ত লিখেছেন, ‘হ্যাঁ অনুষ্কা সত্যি গর্ভবতী।’ এক দম্পতির প্রোফাইল থেকে লেখা হয়েছে, ‘হ্যাঁ ভামিকা সত্যিই তার ভাই অথবা বোন পাবে।’

একজন ভক্ত আবার লিখেছেন, 'আমার মনে হয়, না বিশ্বকাপের মধ্যে তারা কিছু ঘোষণা করবে। আমরা সবাই জানি কীভাবে তাৎক্ষণিকভাবে মানুষ নেতিবাচক হয়ে যায়। এবং নানা ধরণের মন্তব্যও করতে থাকেন।’ কেউ আবার বলেছেন, ‘তারা চায় না যে এমন বিষাক্ত মানসিকতার লোকেরা তাদের আগত সন্তানকে দোষারোপ করুক। যেমন তারা প্রতিটি বিশ্বকাপে অনুষ্কাকে দোষ দেয়।’

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে বিরাট। অনুষ্কা এবারে নিয়মিত বিশ্বকাপের ম্যাচ দেখতে যাচ্ছেন না। এর জেরে এই জল্পনা আরও বেড়ে গিয়েছে। অনুষ্কা কিছুদিন আগে শাহরুখ খানের জন্মদিনের পার্টিতেও জাননি। ২০১৮ সালে সবার চোখের আড়ালে ইতালিতে গিয়ে বিয়ে সারেন তারকা দম্পতি। কেবলমাত্র পরিচিত কয়েকজন, বন্ধুরা ছাড়া কেউই সেই বিয়েতে ছিলেন না। ২০২১ সালের জানুয়ারিতে বিরাট ও অনুষ্কার মেয়ে ভামিকার জন্ম হয়।
এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে ভারতীয় দল। আটটা ম্যাচ জিতে শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে রোহিত শর্মার ভারত।   

Advertisement

POST A COMMENT
Advertisement