Bangladesh Cricket : বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, ১৪-২ ভোটে হার, ICC-তে 'একঘরে' BCB

মুখ পুড়ল বাংলাদেশ ও পাকিস্তানের। আইসিসি-র টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্য কোনও দেশে ম্যাচ স্থানান্তরিত করা যাবে না। জানিয়ে দিল আইসিসি।

Advertisement
বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, ১৪-২ ভোটে হার, ICC-তে 'একঘরে' BCBICC-র ভোটে হার বাংলাদেশের
হাইলাইটস
  • মুখ পুড়ল বাংলাদেশ ও পাকিস্তানের
  • আইসিসি-র টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে

মুখ পুড়ল বাংলাদেশ ও পাকিস্তানের। আইসিসি-র টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। অন্য কোনও দেশে ম্যাচ স্থানান্তরিত করা যাবে না। ভোটাভুটির পর এই সিদ্ধান্ত সামনে এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশ ভারতে খেলতে আসবে কি না এবার তাদের জানাতে হবে। আগামিকাল সন্ধের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। 

সূত্রের খবর, বাংলাদেশ যদি ভারতে খেলতে আসতে না চায় সেক্ষেত্রে স্কটল্যান্ড সুযোগ পাবে। সেই মোতাবেক ব্যবস্থা করবে আইসিসি। আইসিসি ইতিমধ্যেই বিসিবিকে জানিয়ে দিয়েছে, যদি বাংলাদেশ নিজের সিদ্ধান্ত অনড় থাকে, অর্থাৎ ভারতে খেলতে না য়ায় তাহলে তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে। 

বাংলাদেশ এবারের বিশ্বকাপে ভারতে খেলতে চায়নি। খেলোয়াড়দের নিরাপত্তার কারণ দেখিয়ে চিঠি লিখেছিল তারা আইসিসিকে। দাবি করেছিল, ভারতের বদলে তাদের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হোক। সূত্রের খবর, আইসিসি তাদের দাবি মানেনি। নিরপেক্ষতা বজায় রাখতে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়। সেই জন্য আজ বুধবার ১৬টি ক্রিকেট খেলিয়ে দেশ ভোটে অংশ নেয়। সেই ভোটে গোহারা হারে বাংলাদেশ। তাদের পক্ষে ভোট পড়ে মাত্র ২টি। বাংলাদেশের পক্ষে ভোট দেয় সেই দেশ নিজে ও পাকিস্তান।

যদিও পাকিস্তান এই ইস্যুতে প্রথম থেকেই বাংলাদেশের পক্ষে ছিল। তারা জানিয়েছিল, ভারতের বদলে পাকিস্তানেও বাংলাদেশের ম্যাচগুলো করানো যেতে পারে। সেক্ষেত্রে PCB সম্পূর্ণভাবে ICC-কে সাহায্য করবে। যদিও পাকিস্তানকে পাত্তা দেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। এরপরই ভোটের সিদ্ধান্ত নেওয়া হয়।   

সূত্রের দাবি, ভোটে হারার পরও বাংলাদেশ যদি নিজেদের সিদ্ধান্তে অনড় থাকে তাহলে তাদের টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে।  স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হতে পারে। তবে আইসিসি এখনও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। 

ঘটনার সূত্রপাত বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএল-থেকে বাদ দেওয়ার পর থেকে। বিসিসিআই জানিয়েছিল, নিরাপত্তার কারণে মুস্তাফিজুরকে ভারতে খেলানো যাবে না। তখনই বাংলাদেশ ভারতে খেলার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করে। তারপর থেকেই জটিলতা বাড়তে থাকে। 

Advertisement

POST A COMMENT
Advertisement