Bangladesh Cricket: এবার বাংলাদেশ ক্রিকেটেই গৃহযুদ্ধ, নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে BCB?

বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগেই প্রাক্তন ক্যাপ্টেন তামিম ইকবালকে 'ভারতের এজেন্ট' বোলার পর আবার বেফাঁস মন্তব্য শোনা গেল নাজমুল হোসেনের মুখ থেকে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর সঙ্গে দ্বন্দ্ব তো অনেক পরের ব্যাপার। এবার নিজেদের ঘরের লড়াই সামলাতে গিয়ে হিমশিম সে দেশের বোর্ড। নাজমুলের মন্তব্য তাঁর ‘নিজস্ব’ বলে দূরে সরে গিয়েছে বোর্ডও।

Advertisement
এবার বাংলাদেশ ক্রিকেটেই গৃহযুদ্ধ, নাজমুলের বিরুদ্ধে ব্যবস্থা নেবে BCB?নাজমুল

বাংলাদেশ ক্রিকেটে বিতর্ক যেন থামছেই না। কিছুদিন আগেই প্রাক্তন ক্যাপ্টেন তামিম ইকবালকে 'ভারতের এজেন্ট' বোলার পর আবার বেফাঁস মন্তব্য শোনা গেল নাজমুল হোসেনের মুখ থেকে। যা নিয়ে বেশ ক্ষুব্ধ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিসিআই-এর সঙ্গে দ্বন্দ্ব তো অনেক পরের ব্যাপার। এবার নিজেদের ঘরের লড়াই সামলাতে গিয়ে হিমশিম সে দেশের বোর্ড। নাজমুলের মন্তব্য তাঁর ‘নিজস্ব’ বলে দূরে সরে গিয়েছে বোর্ডও।

নতুন করে কী বললেন নাজমুল?
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল্যবোধ, নীতি এবং সরকারি অবস্থানের সঙ্গে নাজমুলের বক্তব্য খাপ খায় না। পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের স্বার্থরক্ষার ভার যে সব কর্তার হাতে দেওয়া হয়েছে, তাঁদের মুখে এমন কথা মানায় না। এমনটাই লিখিত বিবৃতি দিয়ে জানিয়েছে বাংলাদেশ বোর্ড।

বিসিবি জানিয়েছে, বোর্ডের কোনও ডিরেক্টর বা সদস্যের ব্যক্তিগত কোনও মন্তব্যকে সমর্থন করা হবে না। যত ক্ষণ না বোর্ডের মুখপাত্র হিসাবে আনুষ্ঠানিক ভাবে তিনি কোনও বিবৃতি দিচ্ছেন। কোনও চ্যানেলে ব্যক্তিগত সাক্ষাৎকার বা কথাবার্তাকে বোর্ডের আনুষ্ঠানিক অবস্থান হিসাবে ধরে নিতে বারণ করা হয়েছে।

শুধু তাই নয় নাজমুলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও লেখা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্পষ্ট জানিয়ে দিতে চায়, দলের কোনও ক্রিকেটারের প্রতি অশ্রদ্ধাজনক আচরণ বা মন্তব্য করলে বা তাঁর জনপ্রিয়তায় আঘাত করার চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' গোটা বিবৃতিতে এক বারও নাজমুলের নাম করলেও বক্তব্যের উদ্দেশ্য যে তিনিই, সেটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। পাশাপাশি, ক্রিকেটারদের পাশে যে বোর্ড পুরোপুরি রয়েছে, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে।

তামিম এর আগে এক অনুষ্ঠানে এসে বলেছিলেন, 'আমি যদি থাকতাম তা হলে প্রকাশ্যে কোনও মন্তব্য করার আগে নিজেদের মধ্যে বিষয়টা নিয়ে আলোচনা করতাম। কারণ এটা স্পর্শকাতর বিষয়। আপনি প্রকাশ্যে কোনও কথা বললে সেটা ঠিকই হোক বা ভুল, তা থেকে পিছিয়ে আসা মুশকিল। সকলের আগে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎকে রাখা উচিত। আমাদের বোর্ডের ৯০-৯৫ শতাংশ অর্থ আসে আইসিসি থেকে। তাই সেটা ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।' 

Advertisement

এরপরেই ক্ষেপে যান নাজমুল। সোশ্যাল মিডিয়ায় পোস্টে লেখেন, 'এ বার আরও এক জন পরীক্ষিত ভারতীয় এজেন্টের আত্মপ্রকাশ বাংলার জনগণ দু’চোখ ভরে দেখল।’ 

POST A COMMENT
Advertisement